আমাদের কথা খুঁজে নিন

   

লোকে ভণ্ড বলবে এজন্য নয় ; বরং আমি আল্লাহকে ভয় করি , তাই প্রেম করিনা ।



ভালবাসি । ভালবাসি আমার রবকে , তাঁর গোলাম হিসেবে । ভালবাসি সকল নবীকে , ভালবাসি মোর পিতামাতা , ভাইবোন ও আত্তীয় স্বজনকে । ভালবাসি সব মুমিন নর-নারীকে , ভাই হিসেবে । ভালবাসি আমার রবের সকল সৃষ্টিকে ।

আমার সকল ভালবাসা এবং সবাইকে ভালবাসার উদ্দেশ্য একটাই ; আমার রবের সন্তুষ্টি । তাই আমার ভালবাসা কোন নিদিষ্ট দিন বা সময়ের জন্য নয় , বরং প্রতিটি মূহর্তের জন্য । এবার আসল বিষয়ে আসি । প্রেম বলতে সমাজে যা চলছে তা হচ্ছে অশ্লীলতা ও বেহায়াপনা ; যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম । যেখানে মাহরাম ব্যতীত অন্য কাউকে দেখা দেওয়া জায়েজ নয় , সেখানে প্রেমের প্রশ্ন আসে কিভাবে ! আমার এতই অন্ধ যে , আল্লাহর নবী হযরত ইউসূফ (আঃ) ও জোলেখার নামে মিথ্যা প্রেমের অপবাদ দিই ।

অথচ আল্লাহ কোরআনে তার পবিত্রতা ঘোষণা করেছেন । আল্লাহ আমাদের হ্মমা করুন । এবার আমার প্রসঙ্গে আসি । আমি কোরানের কয়েকটি আয়াতকে খুবই ভয় পাই । ""তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর এবং কিছু অংশ অবিশ্বাস কর ! যারা এরূপ করে , পার্থিব জীবনে দুগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই ।

কেয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে । আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে বেখবর নন । "" (আল কোরআন ২:৮৫ ) দাহী হিসেবে আমি ভয় পাই নিচের আয়াতগুলোকে ""তোমরা কি মানুষকে সত্কর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে তুলে যাও , অথচ তোমরা কিতাব পাঠ কর ? তবুও কি তোমরা চিন্তা কর না ? "" (আল কোরআন ,২:৪৪) " মুমিনগণ ! তোমরা যা কর না , তা কেন বল ? তোমরা যা করনা , তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক " ( আল কোরআন, ৬১:২-৩) যারা নিজে না করে অপরকে উপদেশ দেয় তাদের শাস্তি কি ? রাসূল (সাঃ) বলেন " কিয়ামতের দিন এক লোককে আনা হবে , এরপর তাকে জাহান্নামে নিহ্মেপ করা হবে । তখন আগুনে তার নাড়ীভূড়ি বেরিয়ে পড়বে । জাহান্নামবাসীরা তাকে বলবে, "তোমার এ অবস্হা কেনো ? তুমি না আমাদেরকে সত্কাজের আদেশ করতে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করতে ? সে বলবে , হ্যাঁ , আমি তোমাদেরকে ভাল কাজের আদেশ করতাম , অথচ নিজে করতাম না ।

আর অন্যায় কাজ হতে তোমাদের নিষেধ করতাম , অথচ আমি তাতে লিপ্ত হতাম " ( বোখারী ৩০২৬ , অথবা volume 4, book 54 , hadith 489) আল্লাহ আমাদেরকে হ্মমা করুন এবং হেদায়েত দান করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.