আমাদের কথা খুঁজে নিন

   

নামকরন আর বংগবন্ধু

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন....

একটু আগে একটা পোষ্টে দেখলাম "Bangobondhu University of Engineering and Technology(BUET)." আর চুপ থাকতে পারলাম না। আম্বালীগ এসব কি শুরু করছে? আজকে দেখলাম জিয়া আন্তর্জাতিক বিমন বন্দর এর নাম পরিবর্তন করেছে!! এই নাম যদি বি.এন.পি কারও নামকে পরিবর্তন করে দিত তাহলে ঠিক আছে তবে এটা দিয়েছিল এরশাদ চাচা...এইটা পরিবর্তন করার তেমন কোন কারন খুজে পাইলাম না!! যমুনা সেতুর নাম পরিবর্তন ঠিক আছে তয় বিমান বন্দরের নাম পরিবর্তন করে ঠিক কাজ করে নি, অবশ্য আম্বালীগ কোন্ কাজই বা ঠিক করে? সারাদেশে দ্রব্যমুল্যের দুরবস্তা, বিদ্যুতের বেহাল অবস্তা, ১০ টাকা দরে চাল খওয়ানুর বদলে কিংবা বিনা পয়সায় সার দেবার বাদলে কৃষকের পেঠে লাথি মারল আম্বালীগ!! এসবের দৃষ্টি অন্যদিকে নেবার জন্য একবার জামাত-শিবির নিয়ে খেলা শুরু করল আর এখন নামকরন নিয়ে!! নামকরন করতে করতে এমন অবস্তা হয়েছিল ১৯৯৯ সালে চট্রগ্রামে "বংগবন্ধু পাবলিক টয়লেট" উদ্বোধন করেছিল জাতি। এখন আবারও শুরো করল, মজার ব্যাপার হল বেগম খালেদা জিয় মেডিকেল নাম পরিবর্তন করল আর যুব সংঠনের নাম "হাসিনা জাতীয় যুব সংঠন" দিল, হাস্যকর। আমাদের হাসিনা বিবির হঠাৎ যুবক প্রীতি হল কেন!!! ওনার মন কি যে চাইতাছে আল্লাহ জানে। এইভাবে চললে কি বংগবন্ধুর সুনাম বাড়বে? কেউ কেউ বলে হয়ত সামনে মানুষের নামের আগে 'বংগবন্ধু' না লাগালে তাকে দেশদ্রোহী বালা হবে। আম্বালীগ যদি এভাবে নামকরন নিয়ে বাড়াবাড়ি বন্ধ না করে, তবে সেইদিন দুরে নয় যেদিন মানুষ মীরজাফর এর নামের মত বংগবন্ধু শব্দটাকেও ব্যবহার করবে আর এই নাম শুনলে থুথু ফেলবে আর সেই দিনের জন্য বংগবন্ধু দায়ী হবে না দায়ী হবে আম্বালীগ আর বংগবন্ধু কন্যা হসিনা। মেয়ে হয়ে বাবার নামের এ অবস্তা করে উনি কি বুঝাইতে চাইতেছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.