কত দিন পরে দেখা হল ....
গতকাল টিভি সংবাদে দেখলাম শেখ হাসিনা অত্যন্ত গর্বের সাথে বলছেন, `আল্লাহ জন বুঝে ধন দেন, মানে লোক চিনে সম্পদ দেন" এসময় তার মুখে সেই চিরচেনা দুষ্টু দুষ্টু হাসিটা সগর্বে খেলা করছিল,,,,,
এটাকে অন্যভাবে বললে বলা যায় এ জাতীয় হাসি " কাউকে ঠকানোর পর যদি সে বুঝতে না পারে" তবে এমনিতেই ঠকদের চোখে মুখে চলে আসে। এর জন্য আলাদা কোন কষ্টের প্রয়োজন হয়না । আসলে তৃপ্তির হাসি একেই বলে।
তখন তাকে বলতে শোনাগেছে বাংলাদেশ নাকি এখন গ্যাসের উপর ভাসছে। তাই বলতে ইচ্ছে হয় ...সত্যিই কি দেশ এখন গ্যাসের উপর ভাসছে???সারাদেশের দিকে তাকালে তার এ কথার কোন সত্যতা আছে বলে প্রমান পাওয়া যায়না । তবে দেশ যে চাপার উপর ভাসছে তার প্রমান পেতে দূরে না গিয়ে শুধু মন্ত্রী সাহেবানের কথাগুলো গেলার ক্ষমতা থাকলেই চলবে।
গত এক বছরেরও বেশী সময় এসরকারের বয়স । কিন্তু দেশের এক কিলো মিটার রাস্তায়ও কি এর মধ্যে উন্নয়নের ছোয়াঁ লেগেছে এমন উদাহরন কি কারো জানা আছে?? কোন গ্রামের মেঠো পথে কি এক কিলো রাস্তায় নতুন মাটি বা ইটের ছলিং হয়েছে এমন কি বলতে পারবেন কেউ .... নাকি সিডর আর আইলায় ভেসে যাওয়া বেড়িবাঁধগুলো ঠিক করে অসহায়দের পাশে দাড়ানো সম্ভব হয়েছ???
কোন এলাকায় কি সেই ভাস গ্যাসকে ধরে পাইপে ঢুকিয়ে সেখানের মানুষের দুর্দশা ঘুচিয়ে দেশকে সত্যিকারের ডিজিটাল করার চেষ্টা চালানো হয়েছে???
তবে একটা জিনিস হয়েছে সেটা হল এই এক বছরে দেশের বিভিন্নস্থানে নাম বদলের উৎসব দেখা গেছে। একটা নামের স্থানে অন্য একটি নাম বসাতে সরকারের যে মহাযজ্ঞ আর যে খরচ তা দিয়েও দেশের অনেক উন্নয়ন করা সম্ভব হত।
প্রতিদিন পান্ডুলিপি নিয়ে এরকম বক্তৃতায় দেশের মানুষকে আসলেই ভাসানো সম্ভব তবে সেটা উন্নয়নের জোয়ারে নয়,,,,চাপা আর মিস্টি কথার জোয়ারে,,,,,আর সেই জোয়ারের টানেই আমাদেরকে আবারো হয়তো ভাসতে হবে সত্যিকারের আইলা,সিডর আর ধ্বংশযজ্ঞের জোয়ারে ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।