যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
আজ সন্ধ্যা ৭ টায় উন্মোচিত হলো অপরবাস্তব ৪ এর মোড়ক । অনাড়ম্বর এই অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন অকাল প্রয়াত ব্লগার মাহবুব মাতিন (এটা সম্ভবতঃ ব্লগের নাম, তিনি মাহবুব মতিন নামেই এমনিতে পরিচিত) -এর সহধর্মিনী শাহিন শবনম ।
মোড়ক উন্মোচনের আগে বিকেল ৩টায় ব্লগার অন্যমনস্ক শরৎ আর আমার কাধেঁ চেপে শতাধিক অপরবাস্তব ৪ বইমেলায় প্রবশে করে ।
এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনেক ব্লগার উপস্থিত ছিলেন এবং তাদের অনেকই ক্যামেরা সমেত ছিলেন (আমার সাথে কোন ক্যামেরা ছিল না )বইমেলা থেকে ফিরে তাই অনেকক্ষণ ধরে ছবির অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত ছবি না দেখে বই মোড়ক স্ক্যান করে দিলাম । জানি অনেকেই অপেক্ষা করছেন .. তাই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কী
অপরবাস্তব পাওয়া যাচ্ছে বইমেলায় ২৪১ নং স্টলে সংহতি প্রকাশন এ । এছাড়া সারাবছর পাওয়া যাবে শাহবাগ ঢাকায় আজিজ সুপার মার্কেটের ২য় তলায় (লিফটের পাশে) কিংবদন্তী-এর শোরুমে ।
আর গায়ের মূল্য ১৩০ টাকা তবে কিনতে পারবেন ১০০ টাকায় (সেটিও ভিতরে ছাপানো আছে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।