আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত বরণের কিন্চিৎ



সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের আংগিনার ভেতরে গানের আসর, তারপর চারুকলা ইন্সটিটিউটের বকুলতলায়। মিডিয়া কভারেজ চলছিল, ব্যক্তিগত পর্যায়ে ছবি তোলা, কারুবিদ, শিল্পীদের সুনিপুন তুলির আঁচড়ে বাহুতে, গালে রংগীন নকশা আঁকা, টিপ পড়া, চমৎকার দৃশ্য। অনেকে নতুন শাড়ী, পোষাক পরে এসেছে। কেউবা ঘরোয়া আদলে শাড়ী পরা। সবই দেশী ।

নানান রকমের গহনা পরা। অনেকের মাথায় বাসন্তী কাপড়ের টুকরোতে বসন্ত-উৎসব লেখা। ছোট-বড় কেউ বাদ যাচ্ছিল না বলতে গেলে। সবচে ভাল লেগেছে টোকাইদের গালেও নকশা এঁকে বসন্ত-উৎসবে সাথী করা হয়েছে। বিভিন্ন খাবার, বাঁশী, ডুগডুগি, ঢোলের বাদ্য, হাওয়ায় বুদবুদ ওড়ানো, নানা রংগের কাঁচের ও ধাতব চুড়ির পশরা, ফুলের তোড়া, বাহারী নানা বর্ণের গাঁদা ফুলের মালা, কপালে, মাথায়, কানে, হাতে সযত্নে সাজানো।

বেশির ভাগ সংগী সহ। আমার মতো একা কমই আর সবই বয়সে নবীন। এত রংগীন আনন্দ, জীবনের উৎসবে মন মাতানো আয়োজন হৃদয় ছুঁয়ে যায়। বিকেলে বিশ্ববিদ্যালয় শহীদদের স্মৃতিফলক চত্বরে,টিএসসির সামনে, বৃটিশ কাউন্সিলের আশেপাশে, দোয়েল চত্বরে সবার ঘুরে বেড়ানো, বসে থাকা দেখে মনে হচ্ছিল ফুলবাগানে প্রজাপতির মেলা বসেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।