আমাদের কথা খুঁজে নিন

   

ফিটনেস নিয়ে সন্তুষ্ট জার্গেনসন

জিম্বাবুয়ে সফরের পর আর কোনো আন্তর্জাতিক সিরিজ খেলেনি জাতীয় দল। দীর্ঘ সময় পর অক্টোবরে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজ। টাইগাররা কি নিজেদের মেলে ধরতে পারবেন? মুশফিকদের ফিটনেস নিয়েও অনেকের মনে প্রশ্ন! তবে ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নন জাতীয় দলের কোচ শেন জার্গেনসন। গতকাল তিনি বলেন, 'অনেক দিন সিরিজ না থাকলেও ক্রিকেটার খেলার মধ্যেই আছেন। ফিটনেস নিয়ে তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়।

তাছাড়া অনেক দিন থেকে ফিটনেস ট্রেনিং হচ্ছে। সবার ফিটনেসই ভালো আছে। '

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দীর্ঘ পরিসরের ম্যাচ কম খেলা। সে কারণেই হঠাৎ টেস্ট খেলতে নেমে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারেন না সহজে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খারাপ করার পর যদি ক্রিকেটাররা এই অভিযোগ করেন? এ প্রশ্নে জার্গেনসন বলেন, 'আমরা অনুশীলনে কোনো ঘাটতি রাখছি না।

শুধু টেস্ট ম্যাচ খেলা ছাড়া অন্য সব রকম চেষ্টাই আমরা করছি। তবে চিন্তা আছে নিজেদের মধ্যে তিন-চার দিনের ম্যাচ খেলানোর ব্যবস্থা করব। এতে ক্রিকেটাররা নিজেদের সম্পর্কে ধারণা পাবেন। '

'এদিকে গতকালও অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ভ্রমণের ক্লান্তির কারণে তামিম ইকবাল ও সাকিব আল হাসান প্রাকটিস করেননি।

তবে দুপুর বেলা একটা বিসিবিতে এসেছিলেন সাকিব। সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

স্পিন নিয়ে খুব একটা মাথাব্যথা না থাকলেও পেস সমস্যা এখনো কাটেনি। আবুল হাসান রাজু ইনজুরিতে। তবে মাশরাফি সম্পূর্ণ ফিট বলে দাবি জার্গেনসনের।

তিনি বলেন, 'ঈদের পর মাশরাফি নেটেও বোলিং করেছে। কোনো সমস্যা হয়নি। আমি মনে করি সে এখন ফিট। ' তাহলে 'এ' দলের ইংল্যান্ড সফরে ম্যাশকে কেন স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। এমন প্রশ্নে জার্গেনশন বলেন, 'আমরা আসলে কোনো ঝুঁকি নিতে চাইনি।

তাই তাকে ইংল্যান্ড সফরে খেলাইনি। তবে এখন সে ফিট। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.