আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধ সঙ্গমে জন্ম

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

আমি দেশদ্রোহী হতে পারি অনায়াসেই বিষাক্ত থাবায় চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারি মানচিত্র; আমি প্রকাশ্যে রাস্তায় ফেলে দিতে পারি লাশ। কারণ, অবৈধ সঙ্গমে জন্ম যাদের কেবল তাদের সাথেই আমরা সহবাস। মানবতা নামক শব্দ আমার অভিধানে অনুপস্থিত। কারণ, আমি মুছে ফেলেছি যাবতীয় সভ্য শব্দমালা আর প্রতিস্থাপন করেছি খুন, ধর্ষণ, দেশদ্রোহ নামক শব্দ, যে শব্দগুলি সভ্য মানুষের দ্বারা ঘৃণায় নিমজ্জিত হচ্ছে বহুকাল। আমি বস্তি থেকে ডেকে এনে কিশোরের কোমল হাতে ধরিয়ে দিতে পারি অস্ত্র। আমার রক্তের ভেতরেও আজ খেলা করে দ্রোহ, যে দ্রোহ পুড়িয়ে দিতে চায় সকল দেশপ্রেমিককে আর সাজাতে চায় তার ইচ্ছেমতো স্বদেশ। যে দেশে থাকবে না 'স্বাধীনতা' নামক কোন উজ্জ্বল হীরে; সংবিধানে থাকবে না কোন মৌলিক অধিকার। আমি নির্লজ্জভাবে প্রোথিত করে দিতে পারব ভ্রুণ বিবাহিতা, অবিবাহিতা, বৃদ্ধা নির্বিশেষে সকলের জরায়ুতে। সে দেশে জন্মগ্রহণ করবে হাজারো শিশু বড় হবে ভোরের সৌন্দর্য অবলোকনের বদলে অবৈধ সঙ্গমের দৃশ্যে, আর অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখবে... অবৈধ সঙ্গমের ফসল হিসেবে বেরিয়ে আসা ধুঁকধুঁকে মাংসপিণ্ড।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.