SHADOW OF LOVE
টাপুর টুপুর সকাল দুপুর
বুকের মাঝে ধুকুর পুকুর
একা আমি একা ঘরে
মনটা আমার বিয়োগ বিধুর।
তারই ছবি ভাসে শুধু
যত দেখি মনের মুকুর।।
ঝরে জল বাহিরে ঝরে
ঝরে জল আমার ঘরে
ঝরে জল চোখের কোণে
মন যে ব্যথায় আতুর।
টাপুর টুপুর সকাল দুপুর
বুকের মাঝে ধুকুর পুকুর।।
কাটেনা এই অলস প্রহর
মনের স্রোতে আশার বহর
ভাবি শুধু আজ নিরালে
প্রেম কবে মিলন মধুর?
টাপুর টুপুর সকাল দুপুর
বুকের মাঝে ধুকুর পুকুর।।
কেউ শুনে না কেউ দেখে না
কি মোর বুকে কি যাতনা
বন্ধু সে তো দুর পরদেশ
আছে সুখে দূর বহুদূর।
টাপুর টুপুর সকাল দুপুর
বুকের মাঝে ধুকুর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।