ুাুিইাু্
চলো ভিজি আজ বৃষ্টিতে (আমার আছে জল) - হাবিব
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান
যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি । ।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে । ।
কত না প্রণয়.. ভালোবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্নাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে ।
।
যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি । ।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে । ।
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান । ।
বিঃদ্রঃ সামুর উপর আমার মেজাজ চরম খারাপ। কেন সেটা বলব না। আমি কয়েকবার একটা লেখা সম্পূর্ন করে লিংক দিতে গিয়ে প্রবলেম হয়েছে তাই শেষে বাধ্য হয়ে শুধু গানের কথাগুলো দিলাম।
আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা মার্জনীয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।