আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

টুকিটাকি ভাবনাগুলো

বল মা 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান'। 'টাপুল টুপুল না'! উত্তর এলো দুবছরের খুকির কাছ থেকে। সরি মা, আসলেই তো এখন বৃষ্টি হচ্ছে না। বল মা 'হর্স'। 'হস না হস না, ঘোলা'।

হুম.. কতবড় সাহস আমাদের একই জিনিষের দুটো নাম বলছি। বাচ্চাদের সরল লজিকের কাছে পরাজিত। একটি প্রশ্ন আমার মাথায় এসেছে। আমরা যে বাচ্চাদের প্রচলিত ছড়াগান শেখাই তার বিবর্তন কেন হচ্ছে না? কেন আমরা এখনও আউরে বেড়াচ্ছি 'শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান'? তিন কন্যে দানের মাহাত্য এখন কচি খুকিকে কিভাবে বোঝাব? আমরা অনেকেই এখন নগর সংস্কৃতির অংশবিশেষ। কিন্তু ঔ সব ছড়াতে তার প্রতিফলন নেই ।

আমাদের বাংলা ভাষার সাহিত্য কি এতই দীন? বাচ্চাদের জন্যে প্রচুর আধুনিক ছড়া নিশ্চয়ই আছে। লুৎফর রহমান রিটনের 'ছড়াসমস্ত' পড়ছিলাম। কত সুন্দর সুন্দর ছড়া আছে: "ভোর হলো দোর খোল খুকু পড়ে বই আমি ডাকি পুশি তুই কই গেলি কই। " কিন্তু আমরা কেন যেন সেই পুরনো ছড়াগুলোকেই অাঁকড়ে ধরে থাকি। বাজারে পাওয়া সংকলন গুলোতে আধুনিক ছড়াগুলোকে জনপ্রিয় করার উদ্যোগ নেই।

এ যেন আমাদের সমাজের পেছনের দিকে তাকানোর স্বভাবেরই বহি:প্রকাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.