আমাদের কথা খুঁজে নিন

   

ক্রস ফায়র এবং চলমান হত্যা



অত্যন্ত্ দুঃখজনক সময় পার করছি আমরা। রাজনীতিবিদদের অযোগ্যতা, পরশ্রী কাতরতা, দূরদর্শীতার অভাব, অশিক্ষা সর্বপরি দেশ প্রেমের অভাবে দেশে সেনা বাহিনির হাতে অস্বাভাবিক পন্থায় গত দু বছর চলেছে। সূর্যসম শক্তির অধিকারি হাসিনা খালেদাকে অত্যন্ত অপমান জনক ভাবে গ্রেফতার করে টেনে হিচড়ে অপদস্ত করা হয়। তাঁরা এদেশের সরকার প্রধান- এসন্মানটুকু তাঁদের দেওয়া হয়নি। এতে করে জাতি হিসেবে আমরা অপদস্ত হলাম।

আমরা শিখিনি কি ভাবে উদ্ধতনদের সন্মান করতে হয়। তাঁদের রাজনৈতিক দূরদর্শীতার অভাবে তারাই অনেকটা সহানুভূতি পাননি। কিন্তু পরবর্তীতে জনগণই তাদের মুক্তি দেবার জন্য চাপ দেয়। জনগণ গনতন্ত্র ভালোবেসে তাদের আবার ক্ষমতা চর্চা করার পথে এনে দেয়। কিন্তু আজ এধারা অব্যাহত রাখাটা তাদের ই কাজ।

তারা যদি এটি না পারেন তাহলে এ ভ্যাকুয়াম অন্য কোন শক্তি দখল করে নেবে। দল আর রাষ্ট্র এক কথা নয়। রাষ্ট্রকে চিনুন। ১৬ কেটি জনগনের দেশে বিভিন্ন মত পথ থাকবে। আদর্শিক রাজনৈতিক দলগুলোর ব্যার্থতা জামায়াতের মতো দলকে সামনে নিয়ে আসে, অথচ এ দলটি বাংলাদেশ রাষ্ট্রের বিরোধী ছিলো।

কিন্তু সমাজ বাস্তবাতায় আজ এদল সমাজে শক্ত অবস্থানে। একে মোকাবিলা করতে হবে আদর্শ দিয়ে। হত্যা, খুন ইত্যাদি সভ্য সমাজ মেনে নিতে পারে না। আমরা আজ এমন একটি রাষ্ট্রে বসবাস করছি যেখানে রাষ্ট্র অহরহ আইন বহিভুত হত্যা কান্ড করছে। আগে বিএনপি করেছে, আজ আওয়ামীলীগ করছে ভবিষ্যতে যে আসবে সে করবে।

পর পর ৪টি ছাত্র হত্যকান্ড বাংলাদেশ রাষ্ট্র'র সরকারকে অযোগ্য প্রমাণ করে। সরকার অথর্ব, দলবাজ, কান্ড জ্ঞানহীণ। ৪টি ছাত্রের পরিবারের কথা ভাবুন, তাদের ভাইবোন, মা -বাবা র কি অবস্থা হচ্ছে। সামুতে যারা হত্যার পক্ষে সাফাই গাইছেন তারা বুমেরাং ছুড়লেন। ইতিহাসের নির্মম বাস্তবতা - আওয়ামী লীগ ই প্রথম রাষ্ট্রিয় হত্যা কান্ড তথা ক্রস ফায়ার দেয় সিরাজ শিকদার কে আর ঢাবিতে ৭ টি মার্ডার>ব্রাশ ফায়ার করে তৎকালীন ছাত্রলীগ সেক্রেটারী শফিউল আলম প্রধান।

এরই ধারা আজ চলছে। মানুষই ভুল করে আবার শোধরে নেয়। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের যারা সরকার চালায় এরা কি মানুষ না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.