আমাদের কথা খুঁজে নিন

   

রহস্য উৎঘাটন : ক্রস কানেকসন

ভাল ষ্টুডেন্ট হতে চাই । সাহায্য করুন । রহিম , স্বপন , কবীর , অসীম একবার সোনাপুর গ্রাম ছেড়ে আনন্দ নগর শহরটিতে যাবে বলে ঠিক করল। তারা পরেরদিন সকালবেলা সোনাপুর রেলস্টেশন এ গেল। সেখানে তাদের সাথে একজন পুলিশের দেখা ।

পুলিশটি দলপতি স্বপনকে বলল ,“ দেখ স্বপন তোমরা আনন্দ নগরে যাচ্ছ ভাল কথা। কিন্তু সেখানে খুব দূর্নীতি বাজ। তোমরা কেন যাচ্ছ তাও আমি জানি । কিন্তু সাবধানে থেকো । তবে তোমরা চাইলে আমি কিছু পিস্তল ও গুলি দিতে পারি।

” কবীর বলল ঠিক আছে পুলিশ আংকেল। আমরা খুব তাড়াতাড়ি দূর্নীতি বাজদের ধরার চেষ্টা করব। পরের দিন তারা আনন্দ নগরে পৌছাল। অসিম হঠাৎ খেয়াল করল যে কেউ তাদের ফলো করছে । স্বপনকে বলতে স্বপন বলল এটা মি সেনেরই কাজ।

অসীম বলল মি: সেন কে আর কেনই বা আমরা আনন্দ নগরে এছেিেছ। স্বপন বলল তুই যখন মামাবাড়ি গিয়েছিলি তখন একদিন আমরা ইন্টারনেটে কাজ করছিআম । তখন হঠাৎ একটি প্রজেক্ট ক্রন কানেকসন হয়ে আমাদের কম্পিউটারে চলে আসে সেখানে মি: সেনের পাচারকারি জিনিষের নমুনা এবং পরিমাণ থাকে । তথ্য কেন্দ্র থেকে জেনেছি মি: সেন আনন্দনগরে থাকে। মি: সেনের বিদেশের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে।

তারা একটি হোটেলে থাকল রাত্রিবেলা । অসীম জানালা দিয়ে লক্ষ্য করল লোকটি এখনও তাদের ফলো করছে। পরেরদিন ব্রেক ফাষ্ট করার সময় রহিম বলল যে লোকটি যেভাবে আমাদের ফলো করছে তাতে মি: সেন কে ধরা কঠিন হয়ে যাবে। স্বপন যদি মি: সেনের লোক আমাদের ফলো করে তবে ভালই হবে। রহিম বলল কিভাবে? কালকে আমাদের সঙ্গে পুলিশ আংকেলও ছদ্দবেশে এসেছে ।

তিনিও মি: সেনের লোককে ফলো করছে। অসীম বলল তাহলে ভালই হল , যাকে বলে চোরের উপর বাটপারী। কিছক্ষন পর স্বপনের মোবাইলে ফোন এল । কে জান ওপাশ থেকে বলল “ তোমরা কাজটা ভাল করছ না । বনের পাখি বনে চলে যাও।

তোমাদের পুলিশ আংকেল আমাদের কাছে আছে। যদি কালকের মধ্যে এ শহর ছেড়ে চলে না যাও তবে তোমাদের পুলিশ আংকেলের কাটা মুন্ড পাবে। বলেই ফোনটা কেটে গেল স্বপন বলল চল আমরা সোনাপুরের ট্রেনের টিকিট কাটি । রহিম বলল সেকি আমরা কাজটা সাকসেস না করেই চলে যাব ? স্বপন বলল না আমি একটা প্লান করেছি । আমরা সোনাপুওে ট্রেনে উঠব কিন্তু সোনাপুর না গিয়ে তার পরের জংশনে নেমে যাব।

তারা ট্রেনে উঠল কিন্তু কথামতো পরের ষ্টেশনে নেমে গেল । আবার পরের ট্রেনে করে আনন্দনগরে গেল । সেখানে একটা হোটেলে তারা উঠল। সেখান থেকে তারা মি:সেনের খোজ পেল । চার গোয়েন্দা মি: সেনের বাড়ির পিছন দিয়ে মি: সেনের বাড়িতে ঢুকল।

সেখানে মি: সেনের লোকের আর চার গোয়েন্দার অনেক গোলাগুলি হল। অসীমের পায়ে গুলি লাগল। সেখানে তখন পুলিশ এসে তল্লাসি চালাল। প্রচুর বেআইনী জিনিষ যেমন বন্দুক , গুলি , বোমা , মদ , গোল্ডেন বিস্কুট ইত্যাদি পাওয়া গেল। কিন্তু পুলিশ আংকেল গোলাগুলিতে নিহত হল।

আর মি: সেনকে পালাতে পারল না। মি: সেনকে চার গোয়েন্দা ধরে ফেলল। তুলে দিল পুলিশের হাতে । চার গোয়েন্দা আবার ফিরে এল সোনাপুর গায়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।