আমাদের কথা খুঁজে নিন

   

ক্রস ফায়ার একটি জঘন্য ও বর্বর কাজ

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

ক্রস ফায়ার একটি জঘন্য ও বর্বর কাজ শরীফ এ. কাফী ক্রস ফায়ার একটি জঘন্য ও বর্বর কাজ। পৃথিবীতে কোন মানুষকে বিনা বিচারে হত্যা বর্বরতা ও মানবাধিকারের চুড়ান্ত লংঘন। চরম ঘৃনিত কোন নাৎসীকেও বিনা বিচারে জেল ফাস দেয়া হয়নি। ক্রস ফায়ারে নির্দেশ যারা দেন এবং সে নির্দেশ যারা তামিল করেন তারা সকলে আইনের দৃষ্টিতে অপরাধী।

তাদের বিচার ও শাস্তি হওয়া উচিৎ। সাধারণ মানুষ জারা ক্রস ফায়ার সমর্থন করেন তারা হয় অসচেতন, না বৃঝে এই বর্বর কাজ সমর্থন করেন অথবা সরকারী অপপ্রচারের বিভ্রান্তি ও ভুল বুঝাবুঝির শিকার। তাদের দো্ষ নেই। সভ্য ও গণতন্ত্রকামী মানুষ হিসেবে আমাদের উচিৎ তীব্র ভাবে ক্রস ফায়ারের বিরোধীতা করা। পৃথিবীর অনেক দেশে মৃত্যুদন্ডের বিধান বিলুপ্ত হয়েছে।

অন্যান্য দেশেও মৃত্যুদন্ড বিলোপের দাবীতে আন্দোলন চলছে। তারপরও বাংলাদেশে যে সকল আইন প্রচলিত আছে সেই সব আইনের আওতায় অপরাধ দমনের জন্য জোরদার পলিটিক্যাল কমিটমেন্টসহ স্পেশিয়াল ট্রাইবুনাল করে মারাত্মক অপরাধীদের সামারী ট্রায়াল করা যেতে পারে, ট্রায়ালে দোষী প্রমাণ হলে ফাসী, ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড কার্যকর করা, জেল সবই হতে পারে। তবে কোন ভাবেই বিনা বিচারে ক্রস ফায়ার নয়! এটা অমানবিক, আইন বিরোধী এবং মানবাধিকারের লংঘন। ক্রস ফায়ারের কারণে শান্তিপ্রিয় দেশ হিসেবে দেশের সুনাম এবং আমাদের গণতন্ত্র বিশ্বের দরবারে প্রশ্নের মুখে পড়ছে। প্রশ্ন উঠেছে, আমাদের বিচার ব্যবস্থা কী তাহলে ব্যর্থ, ভূয়া? কী সাংঘাতিক কথা, দেশের একজন নিম্নপদস্থ কর্মকর্তা ঠিক করবেন কার বেচে থাকার অধিকার আছে আর কার নেই? তাহলে সরকারের আইন বিভাগ, বিচার বিভাগ ও প্রশাসনিক বিভাগের দরকার কী? RAB আর পুলিশ ই তো দেশ চালাতে পারে! ফিলিপাইন এবং দক্ষিণ ও মধ্য আমেরিকাতে ৬০,৭০ ও ৮০ দশকে ডেথ স্কোয়াডের মাধ্যমে যে হত্যাকান্ড পরিচালিত হয়েছে, তা ছিল গুপ্ত ঘাতকতা।

সরকারী লোকেরা খুন করেছে তবে কখনও স্বীকার করেনি যে তারা খুন করেছে। আর্নেস্টো চে গুয়েভারা এভাবেই খুন হয়েছিলেন। কিন্তু আমাদের দেশে কোন রাখ ঢাকও নেই। বীর দর্পে ঘোষণা দেয়া হচ্ছে যে, "আমরাই মেরেছি"। এবং তা কোন বিচার ছাড়া।

তৃতীয় সহস্রাব্দে এসে মানব সভ্যতার মুখে কতবড় চপোটাঘাত! মজার ব্যাপার হ'ল বিশ্বের গণতন্ত্রের ধ্বজাধারী দেশের দূতাবাস গুলি এ বিষয়ে সরকারকে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে। আর সরকার ভাবছে আমার তো "বড় দেশ ও দাতাদের" সমর্থন আছে! কী বিচিত্র দ্বিচারিনী স্বভাব এইসব "বড়" দেশের। অবসান হোক ক্রস ফায়ারের, অবসান হোক এই বর্বরতার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.