নাইজেরিয়ার লাগোসের বিমানবন্দর তখন যাত্রীদের পদচারণায় গমগম করছে। চারিদিকে নিরাপত্তারক্ষীদের সতর্ক দৃষ্টি। এরইমধ্যে সবার চোখে ধূলে দিয়ে বিমানবন্দরে ঢুকে পড়ল বালকটি। সবার চোখ ফাকি দিয়ে প্লেনের চাকায় চড়ে ২১ হাজার মিটার উচুতে এক রোমহর্ষক রোমাঞ্চকর সফর দিয়ে আসল ১৪/১৫ বছরের নাইজেরিয়ান বালকটি।
এয়ারপ্লেনে ওঠার শখ ওর দীর্ঘদিনের।
কিন্তু টিকেট কাটার টাকা যে নেই। টিকেট ছাড়া প্লেনে উঠতেও দেবে না। তাই খুজছিল এমন একটা স্থান যেটা কারো নজরে না আসে। চাকার মাঝেই মিলে গেল এমন জায়গা। অগত্যা সেখানেই লুকিয়ে ফেলল নিজেকে।
প্লেন চলার জন্য প্রস্তুত। নিয়ম মেনে চাকা খুলে গেল। বালকটি ঝাপটে ধরল প্লেনের দুটো ডানাকে। আস্তে আস্তে প্লেন ওপরে উঠতে লাগল। পাচ হাজার, দশ হাজার মিটার ছাপিয়ে প্লেন ওপরে উঠতে থাকল।
বাতাসের বেগও বাড়তে লাগল হু হু করে। মেঘের রাজ্য ছাড়িয়ে প্লেন উঠে গেল একুশ হাজার মিটার উচুতে। হাওয়াটা এ বার শুধু জোরে নয়, প্রচণ্ড ঠাণ্ডাও বটে। বালকটি শরীরের সর্বশক্তি দিয়ে প্লেনের ডানা ঝাপটে ধরল। শ্বাস নিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে।
আঘা ঘন্টা চলার পর এবার প্লেন নামল মাটিতে। সবার চোখ কপালে তুলে দিয়ে প্লেনের চাকার ভেতর থেকে বেরিয়ে এলো বালকটি। তাকে চাকা থেকে বেরিয়ে আসতে দেখে এক যাত্রী সঙ্গে সঙ্গে খবর দেন কর্তৃপক্ষকে। ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু, সবাই অবাক।
সবার একটাই প্রশ্ন- কি করে বেঁচে ফিরল ও?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।