ইন্টারনেট নিয়ে ঝামেলায় আছি কদিন ধরে। গ্রামীণফোনের উপর এমনিতেই মেজাজ খারাপ, তার উপর আবার ভুতুড়ে বিল করছে তারা।
যা হোক বিল পরিশোধ করে আবার লাইন চালু করলাম। কিন্তু দেখি হঠাৎ হঠাৎ ডিসকানেক্ট হয়ে যায় কিংবা কানেক্ট থাকলেও পেইজ খুলে না।
আমি মোবিডাটা এজ মডেম ব্যবহার করি। একটা জিনিস লক্ষ্য করলাম, কানেক্ট করার আগে নেটওয়ার্ক পেলে দেখায় BGD_GP , কিন্তু যখন ডিসকানেক্ট করি তখন লেখাটা পরিবর্তন হয়ে যায় grameenphone কারণ কি ??? গ্রামীণের কাস্টমার কেয়ারে ফোন করলে বলে লাইন নাকি ঠিক আছে।
আমি বুঝতে পারছিনা এটা কেন হচ্ছে, সমস্যাটা লাইনের নাকি মডেমের?
কারো সমাধান জানা থাকলে সাহায্য করুন প্লিজ.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।