আমাদের কথা খুঁজে নিন

   

পড়ার টেবিলে মন থাকে না কেন............? ..

রাজারাকারদের বিচার চাই....... বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বুদ্ধিজীবিরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেছেন পত্রিকার পাতায়। কেউ বা আবার নাম খ্যাতির আশায় চলে যাচ্ছেন টিভির ‘টকশোতে’। ইংরেজদের ধন্যবাদ দিতেই হয়-কারণ তারা কথা কে ইংরেজীতে টক বলেছেন। আর সেই শব্দের ওপর ভিত্তি করে এদেশের বুদ্ধিজীবিদের টিভির আলাপনকে বলা হচ্ছে ‘টকশো’। ইংরেজীতে টক মানে কি তা ভাষার মাসে আমাদের জানার দরকার নেই।

কিন্তু বাংলায় টক মানে সেটা যে মিষ্টি নয় তা আমাদের সকলের জানা । দেশের বর্তমানর প্রেক্ষাপটে এখনকার টকশোগুলো সত্যিই টক হয়ে গেছে। এই টক দই-য়ে বেশী পোকা (বেকটেরিয়া) জমা হলে যা হয় তা নয়। এটা সোটা ভাষায় টক। মানে ভালো নয়।

কারণ এখনকার টকশো কাররই কাছে ভালো নয়। সরকার কিংবা বিরুধী দল। কারণ বুদ্ধিজীবিরা এখন ক্ষমতার বেড়াজালে আটকে গেছে! মোবাইল ফোন সব সময় খোলা রাখতে হয় আমার। কারণ তা না হলে অল্প সময়ে অনেক কিছু মিস করি। সাথে সাথে ল্যাপটপে সর্বদাই ইন্টারনেট লাইন লাগিয়ে রাখতে হয়।

কারণ-দেশের অবস্থা যে এখন খারাপ তা সকলের জানা। খানিকটা পরপর ফেসবুকে নানা স্টাটাস দেখে মনটা সত্যিই আর টেবিলে থাকে না। আমি মুসলমান ঘরের সন্তান। স্বভাবতই ইসলামকে ভালোবাসি। আল্লাহর দেওয়া কুরআন মাজিদ ও নবী মুহাম্মদ (স.)-এর হাসীসকে জীবনের পাথেও মনে করি।

সেই দাবি থেকেই বলছি-যারা আজ দেশকে অশান্তির মুখে নিয়ে যাচ্ছেন তাদের উচিত শান্তিময় বাংলাদেশ গড়ার চেষ্টা করা। যারা বলেন-ইসলাম মানুষকে ধর্ম যুদ্ধ করতে বলেননি তারা বোধ হয় মুসলমানদের ধর্মগ্রন্থ পড়েননি। যদি পড়তেন তাহলে ধর্মান্ধের মতো এমন কথা তাদের মুখ দিয়ে বের হতো না। কেননা ইসলামে স্পষ্ঠই বলা আছে-দ্বীনকে প্রতিষ্ঠা করতে কাফের ও মুনাফিকদের সাথে যুদ্ধ কর। কিন্তু আমরা যারা এই পথে বোকার মতো হাটছি তাদের কি করা উচিত তার জন্যে মুসলমানদের ধর্মগ্রন্থ পাঠ করা উচিত।

ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই একটু মেনে-সময় সুযোগ মতো দু’চার বার মাথা ঠুকালেই বুঝি মুসলামন হওয়া যায়। যারা এমন দাবি করেন তাদেরকে কাফির বললেও কুরআনের ভাষায় ভুল হবে না। কারণ যারা ইসলাম বুঝে-শুনে মেনে নিয়ে আবার তার বিরুদ্ধে কিছু করে তাদের সাথে ইসলামে রীতি মতো যুদ্ধ করতে বলা হয়েছে। তাই বলে আমার কথা অন্যকে উসকে দেওয়ার জন্যে আমি বলছি না।

কারণ আমি চাই আমাদের এই দেশ শান্তিময় থাকুক। এর জন্যে সে সরকার উপযুক্ত তাদের আমরা সালাম জানাই। তাদের প্রতি আমার হাজারো সালাম। তবে......যারা ইসলামকে ব্যবহার করে দেশের শান্তি নষ্ট করতে চায় তাদের প্রতি আমার এইটাই কথা দেশকে নিয়ে অজরাকতা করবেন না। আমাদের লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে, লাখো ভাইয়ের রক্তের বিনিময়ে পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।