আমাদের কথা খুঁজে নিন

   

একটা বই পাইলাম না পড়ার মতো!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

এতগুলা বই কিনলাম, কিন্তু একটাও পইড়া সুবিধা করতে পারলাম না। প্রত্যেকটার ফ্লাপ পড়ি, ভূমিকা পড়ি, দুইচার পৃষ্ঠা উল্টাই - কিন্তু বেশীরভাগ যায় মাথার উপ্রে দিয়া। মানুষজন এত হাইথট কেমনে শব্দে লইয়া আহে - সেইটা একটা বিরাট প্রশ্নো! বড় ইচ্ছা ছিলো এইবার মাইকেল মেহদীর একটা বই পড়মু, কিন্তু তার কোনো খবর নাই। বই লেখছে কিনা তারও কোনো খবর নাই। পৃথিবীতে এত এত জ্ঞানগর্ভো বই হইতে পারে কিন্তু মেহদী ভাইয়ের কোনো বই হইবে না - এইটা কোনো কথা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.