প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
পিছে পড়ার ছড়া
শাফিক আফতাব.............................
এখন আমি নদীর কাছে নিজকে দিয়েছি তুলে
জীবনখানি চলে গেলো মস্ত বড় এক ভুলে
তাইতো আমি স্বপ্নের থেকে মুখটি নিয়েছি ফিরে
বড় হবার সাধ আর নেই দুষ্টমানবভীড়ে
স্বার্থের কাছে অর্থের কাছে মাথা করেছে হেট
অফিসের আবার একই কাণ্ড প্রত্যহ করে লেট
বাহিরে আবার সাধু সাজে কী সুন্দর সৎলোক
ভাজা মাছটি উল্টে খায়না, মানবদুঃখে শোক।
তোষামুদে এই স্বভাব কত বিজ্ঞবিত্তজন
রাতের আঁধারে করে আবার প্রজনন বিপণন
অনধিকারে প্রবেশ করে অন্যের ভরাক্ষেতে
সবকিছু বাগিয়ে নেয় তোষামুদে দুই হাতে
এসব আমি পারতে পারিনা তাই পড়লাম পিছে
স্বপ্ন দেখে লাভ নেই ভাই চতুর লোকের দেশে।
২৭.১২.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।