হঠাৎ করে বিনা কারনে অস্তিরতা,
এ শুধু এক অনুভুতির অসুস্থতা ।
আত্ব চিৎকারে অনুভুতির বিলাপ ,
শান্তনা দিয়েও হয়না কোন লাভ ।
আত্ব প্রতারনা হয় না সবসময়,
কিছু অনুভুতিকে হৃদয়ও ভয় পায় ।
নিরাশ্রয় জখন একান্তে আমি ,
কলমের মাঝে নিজেকে সপি ।
কাগজ আমার একান্ত আপণ,
শুনছে একান্তে হৃদয় বলছে যেমন ।
কাগজ কলমের একান্ত কথায় ,
হৃদয় কিছুটা সুখ খুঁজে পায় ।
ধীর লয়ে শান্ত হয়ে আসে অনুভুতি,
পেয়ে ক্ষনিকের জন্য পরিতৃপ্তি ।
আবার হয়ত সর হবে ব্যাকুল ,
কাগজ সে কথা শুনতে আকুল ।
আনন্দ বেদনা থাকে না চিরদিন ,
কাগজ কলমের সৃষ্টি গুলো চির অমলিন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।