পোস্ট করা আর হয় নি
তোমাকে লেখা শেষ চিঠিটা
পকেটে থেকে বুকের ঘামের ঘ্রাণ নিয়েছে কিছুদিন
এরপর পুরাতন কাগজের কোলাহলে হারিয়ে যায় সেটি
পুরাতন হয়ে হয়ে যায় আমাদের ভালোবাসার ইতিহাস
পোস্ট অফিস দেখা হয়ে ওঠেনি কলমের খোঁচায়
কলঙ্কিত কাগজটির।
আজ বহুদিন পর খুঁজে পেলাম সেই চিঠিটি
ওটাকে ছুঁয়ে দেখার আর কোনো জো নেই
আমার প্রেমের মতোই বিধ্বস্ত হয়ে গেছে সেটি
উইপোকারা উৎসবে মেতেছে
আমার পঁচা প্রেমাবেগ ভক্ষনে
দেখে কষ্ট পাই নি বিন্দুমাত্র
আমার নষ্ট প্রেমের পাঁচালি খেয়ে বেঁচে আছে
গুটি কয়েক উইপোকা
সত্যিই পরম শান্তি পেলাম এতোদিনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।