জীবনটা অনেক সুন্দর .... শুধু সৌন্দর্য টুকু দেখার মত চোখ থাকতে হয় ... বোঝার মত মন থাকতে হয়.....
সাদা,
একদম সাদা একটি কাগজ।
ধবধবে সাদা তার চারপাশ
হঠাৎ একদিন তার-
মনে হল-
বুকে তার লাল গোলাপ আঁকবে,
টকটকে লাল গোলাপ !
রচায়িত করবে একটি কবিতা!
জীবন কবিতা --
যে কবিটায় রচায়িত হবে
তার জীবনের-
সকল দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা -
সাদা কাগজে নীল কলমে -
লেখা হল ছন্দ দোলনা,
জীবনের প্রতিটি মূহর্ত ধরা দিল-
কবিটার ছন্দ পতনে।
রচায়িত হল গানের পঙ্কিতি মালা
অক্ষরে অক্ষরে সজ্জিত হল-
তার সামগ্র বদনে-
হায়রে সাদা কাগজ !!
সে ক্ষুনাক্ষরেও
টের পেল না -
তার সাদা বদন ততদিনে
ভরে- গেছে, বিষ-নীলা নীল রঙে-
তার সুন্দর বদনে !
এতটুকু জায়গা খালি নেই-
তার নিজেরই কারনে।
অঙ্কিত হল লাল গোলাপ !
টুকটুকে লাল একটি গোলাপ !
এত কোমল শুভ্র লাল গোলাপ যে-
সে নিজেও মুগ্ধ তার রূপে-
কিন্তু হায়রে বোঁকা কাগজ !
তার কি একবার ও মনে হলো না -
সব ফুলে কাঁটা থাকে না সত্যি,
কিন্তু এই অহংকারীর থাকে !!
রূপের সুধায় মন ভুলিয়ে
কাঁটার আঘাতে করে জর্জরিত !
সাদা কাগজ ।
যতদিনে সে তার ভুল বুঝতে পেরেছে
নিজের পানে চেয়ে দ্যাখে-
সেখানে কেবলি নীল আর নীল-
বিষ-নীলে ছেয়ে গেছে তার পুরো শরীর-
আর
যে লাল- মনি- ধন গোলাপ
সে তার বক্ষে ধরেছিল-
সেই বিশ্বাস ঘাতক তাকে করেছে
ক্ষত-বিক্ষত !!
তাকে খোঁচাতে- খোঁচাতে -
কেঁটে- ছিঁড়ে পরিনত করেছে,
একটি ছেঁড়া কাগজে !
হায়রে সাদা কাগজ !!
সে যে এখন কেবলই একটি-
ছেঁড়া কাগজ !
কেবলি পুরনো ছেঁড়া কাগজ !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।