আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা লাশ কিন্তু একটা লাশের প্রতি বৈরী আচরন কেন!!!



কয়েক দিনের ব্যবধানে আমাদের দুইটা সর্বচ্চ বিদ্যাপীঠ ঢাবি ও রাবিতে ২ জন ছাত্র নিহত হল রাজনীতি নামের এক অবুঝ শিশুর মায়াজালে। বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র ভর্তি হয় কত স্বপ্ন বুকে নিয়ে। তিল তিল করে ধারন করা তার এই সপ্ন এই বুঝি পুরন হল। তাদের পিতা মাতা ভাবে আরতো মাত্র কয়টা দিন; ছেলে তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে পাশ করে বের হবে ভাল চাকুরী করবে।

তাদের দুঃখ আর বেশী দিন থাকবে না। আবু বক্কর নামের এক সাধারন শিক্ষার্থী ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীন কোন্দলের শিকার। তার কিছুদিন পর রাবিতে রাজনীতির শিকার ছাত্রলীগের এক কর্মী। যার লাশ নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। এটাও তাদের অভ্যন্তঅরীন কন্দোলের শিকার কিনা তা নিয়ে অনেক প্রশ্ন রেখে গেছে।

দেখুন ২টা ছাত্র নিহত হলো কিন্তু লাশ দুটার প্রতি সমান আচরন করছে না সরকার তথা আইন শৃংখলা বাহিনী। দুইটাই লাশ বরং ঢাবির লাশ ছিল বেশী মেধবী রাবির লাশ থেকে। একজনের জন্য পুলিশের আইজি, সরাষ্ট প্রতিমন্ত্রী গেলেন রাবিতে সন্ত্রাসীদের ধরতে। আর একজনের লাশ নিয়ে স্বরাষ্ট মন্ত্রী বললেন এটা কোন ব্যাপার না। দুইটা লাশ নিয়ে এই বৈরী আচলন কেন আমার মাথায় কিছুতেই আসে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।