"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ভালবাসা দিবস
দিবস গুনে হয়নাতো আর
কাউকে তেমন ভালবাসা,
মন না জেনে কারো কাছে
যায়না করা প্রেমের আশা।
ভালবাসার দিবস হলেই
যায় কি দেয়া গোলাপ ফুল!
মুখ ফিরিয়ে নেয় যদি সে
ভেবোনা সব তারই ভুল।
মন কাননে যতন করে
কেউ ফোটালে প্রেমের কলি,
সৌরভে তার জুটতে পারে
মন পিপাসু অনেক অলি।
ভালবাসার দিবস থাকুক
তোমার আমার মনের ছায়ায়,
বুঝবো দুজন জড়িয়ে আছি
অদ্ভূত এক নিবিড় মায়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।