আমাদের কথা খুঁজে নিন

   

জামাতী তান্ডবে জ্বলছে মসজিদ , পুড়ছে ধর্ম

এটাই চেয়েছিলো জামাতী জারজ মাহমুদুর। সামনে জামাত, পিছনে বিএনপি আর নব্য রাজাকারের দল। মসজিদ পুড়িয়ে চলছে ইসলাম রক্ষার নামে রাজাকারদের বাঁচানোর মিশন। বাহ, কি চমৎকার খেলা। শাহবাগের আন্দোলনে ভেসে গেছে রাজাকার আর তাদের দোসরদের অস্তিত্ব , সুতরাং সেই পুরনো খেলা।

ইসলামের নামে ভন্ডামীর কি চমৎকার প্রদর্শনী। খুনী, ধর্ষনকারী সাইদী/নিজামীরা আজ বুকে কোরআন শরীফ নিয়ে কোর্টে হাজিরা দেয়, যেমন দিতো ইমাম হোসেনের হত্যাকারী ইয়াজিদ গোষ্ঠী। তলোয়ারের ডগায় কোরআনকে নিয়ে ধোকা দিয়েছিলো ইসলামের মহান নেতাকে, তার পর পিছন থেকে চুরি মেরে হত্যা করেছিলো হযরত আলীকে, সেই সংগে ইসলামের সকল মহানুভবতাকে আংগুল দেখিয়ে ক্ষমতার মসনদে আসীন হয়েছিলো ইয়াজিদ গোস্ঠী। সেই হত্যাকারী, সেই ইসলাম ধ্বংসকারী ইয়াজিদের জারজই হলো বর্তমান নিজামী,সাইদী,মাহমুদুর গোষ্ঠী। ইসলামের নামে চলছে জ্বালাও পোড়াও।

ভয়, আতংক, সাইলেন্ট কিলিং আর টার্গেট কিলিং এর মিশন নিয়ে আজ রাস্তায় নেমেছে শকুনের দল। আর এদের সমর্থনে মওদুদের মতো কিছু কীট গনতন্ত্রের কথা বলে আড়াল করতে চায় যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবি। কিন্তু শেষ রক্ষা হবে তো???? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।