রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
নিরানন্দ ভনিতা সুখ
কৃত্রিম রাগ অনুরাগে বেসুর।
শান্তির খোঁজে রং মেখে যে সঙ সাজে
মন মানে না দৈন্য, পতন মাথার ’পরে।
রান্না যদি হয় রান্নার চালে,
ধিক্কার দিতে হয় ঘৃণার আদোলে।
জাগতিক পাওয়া জেনে যদি ভাব, পেয়েছি,
তিনি জানেন, কার কারণে কতটা করুণা করেছি।
তরঙ্গ দোলে সাগর অনিবার,
মিথ্যা নাটকে স্মৃতি অরুণ অসাঢ়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।