আমাদের কথা খুঁজে নিন

   

বোঝা

বেলা ভূমির প্রান্তে দাড়িয়ে থাকা, জীর্ণ ক্লান্ত একাকি কি যেনো দেখা যায়। প্রথম আলোর পাখি। ও পাখি তুই যাস কোথায়, কি ফিরবি নীড়ে? বুক ভেঙ্গে যায় ব্যাথায়, দেশে ভালবাসা নাইরে। ফিরে যাবি আপন ঘর, কি সুখের বাড়াবাড়ি! সবাই আপন সবাই পর, জীবনটা নিরামিষ তরকারি। আপন অঙ্গনে একাকিত্ব, হাত অধরাই থাকে।

যন্ত্রণা দেয় খুব আমিত্ব, দূর থেকে যাই ভালবেসে। কাছে থাকা যেখানে, দূরে থাকার নামান্তর। ভালবাসি আপনমনে, ভালবাসবো কালান্তর। অভিমান বলে নয়, নয় মিথ্যে অহম। ভালবেসে ফতুর হায়, হৃদয়টা বড় নরম।

অবাক হায় ভালবাসা, দেশবিদেশে অবাক এর প্রচলন। সুখ মানেই দূর আশা, ভালবাসতে পয়সা প্রয়োজন। আপন সব গা বাচায়, ভালবাসা দেয় না। কি করে থাকি একায়, দেরি তো আর সয়না। ওপাড় দেয় ডাক, যেতে হবে সেথা।

পৃথিবীর সব রাগ, দুর্বল পৃথিবীর বোঝা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।