আমাদের কথা খুঁজে নিন

   

বোঝা

স্বপ্ন ফেলার জন্য একটা ডাস্টবিন থাকা উচিত ছিল,
অর্থহীন অনুভূতি গুলো ধুয়ে নেবার জন্য একটা বহমান নদী।
গঙ্গার পুণ্য স্নান আর কতটা পূর্ণ করে,
কতটা অপ্রাপ্তির ক্ষোভেও মানুষ খোদা ভক্ত হয়,
কতক্ষণ ধরে রাখে গীতা ত্রিপিটক যীশুর ক্রুশ?

স্বপ্ন ফেলার জন্য- একটা ডাস্টবিন থাকা উচিত ছিল,
কালউত্তীর্ণ স্বপ্ন গুলো ফেলে দিয়ে আসতাম।
পাপীর জন্য তীর্থ আছে
আছে কাশি গয়া চন্দ্রনাথের চূড়া, হরিদারের গঙ্গা য় ডুব দিলেই নাকি
ধুয়ে যায় পাপের বোঝা!
স্মৃতির বোঝা কোন নদী ধোয়-
ঘাঘর না শীতলক্ষ্যা?
মানুষ ছাড়া আর কে আপন করতে পারে এতোটা দূষণ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।