আমাদের কথা খুঁজে নিন

   

নিজামী গংদের চিরতরে নির্মুল করা হোক

ধুমপানে বিষপান
নিজামীর পালা কুত্তাগুলো যে কিছু একটা করতে যাচ্ছে, তা কয়দিন আগে থেকেই বুঝা যাচ্ছিল। বঙ্গবন্ধুর খুনিদের ফাসির রায় কর্যকরের পরই নিজামী গংরা নির্দেশ দিয়ে যাচ্ছিল, দেশকে অকার্যকর করার পরিকল্পনাও তাদের ছিল। বিশ্বস্থ গোয়েন্দাসুত্রগুলো আরো জানিয়েছিল যে শিবিরের কমান্ডোবাহিনীর ৩০ সদস্যকে মাঠে নামানো হয়েছে, শেখ হাসিনাকে হত্যার যেকোন সুযোগ কাজে লাগাতে মরিয়া তারা। তাদের সপথ করানো হয়েছে যে যদি কেউ ধরা পড়ে, তবে তারা জে এম বির সদস্য বলে স্বীকারোক্তি দিবে। চট্টগ্রামে শিবিরের মেসভর্তি অস্র আর গোলাবারুদের মজুদের সাথে জড়িতদের এমন স্বীকরোক্তি পাওয়া গেছে।

সরকারি গোয়েন্দারা এই জন্য মাঠে সক্রিয়, কিন্তু তারপরও শিবিরের ঘাটিগুলোতে পরিকল্পনা চলছেই। নিজামী মুজাহিদ গং রা শিবিরের কুত্তাগুলোকে লেলিয়ে দিয়ে স্বার্থ হাছিলে মরিয়া। যেকোন সময় শেষকামড় বসাবে তারা। তাই এখনই সময় এই বিষফুড়াদের চিরতরে নির্মুল করা। প্রত্যেকটা জানোয়ার রাজাকার যতদিন মুক্ত থাকবে, আর ধর্মের মূলা ঝুলিয়ে কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করবে, ততদিন দেশে জংগিদের জন্ম হতেই থাকবে।

বিবেককে জাগ্রত করে ঐ অপরাজনিতীর সমাপ্তি এখন সময়ের দাবি। ধর্মের নামে আর অধর্ম চাই না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।