পরিবর্তনের জন্য লেখালেখি
কয়দিন আগে আড্ডাবাজের পোস্টে বলেছিলাম, আজকে উর্দুভাষী গোলাম আজমকে "ভাষা সৈনিক " দাবী করা হচ্ছে । কবে দেখবো , গোলাম আযম , নিজামী - এরা নিজেদের মুক্তিযোদ্ধা দাবী করবে।
মাত্র কালকে রাত্রে , টিভিতে দেখলাম, মতিউর রহমান নিজামী তাই করছে । "তেনারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করিয়াছেন । "
মুক্তিযোদ্ধা বাপ এখনো মরে নাই আমার ।
৩৬ বছরেই , বেঁচে থাকতে থাকতেই এই শুনতে হলো । গা গুলিয়ে বমি আসছে !
মিরপুরের বধ্যভূমির কথা মনে পড়ে গেলো ।
৭১ এর শিশুদের বেয়োনেটের মাথায় বেঁধে উল্লাসের কথা মনে পড়ে গেলো ।
বাঙালী নারীদের , মুসল্মান নারীদের রাতের পর রাত ধর্ষন আর "আত্মহত্যা নিরোধে নগ্ন করে বন্দী " করে রাখার কথা মনে পড়ে গেলো ।
সাধারন বাঙালীদের হত্যা করে টুকরো টুকরো করে কুকুরের খাদ্য করার কথা মনে পড়ে গেলো ।
গনধর্ষনের ফলে মৃত্যু বরন করা চাচীর স্তন দুটো কেটে নিয়ে চাচার মুখে রক্ত মাখামাখির কথা মনে পড়ে গেলো ।
এবং মনে পড়ে গেলো , এই প্রতিটি ঘটনার সাথে পশ্চিম পাকিস্তানী সৈন্যদের সাহায্য যারা করেছিলো , তারা রাজাকার , আল বদর, আল শামস , জামায়াতে ইসলামী ।
আজকে বরাহরা নিজেদের "মুক্তিযোদ্ধা " দাবী করেছে ।
সেলুকাস!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।