মানুষ আমি আমার কেন পাখির মত মন....
ঠাকুরমার ঝুলি কি তা মনে হয় সবাই জানে। ছোট বেলায় ঠাকুরমার ঝুলি অনেক পড়েছি। কলকাতা প্রযুক্তির দিক দিয়ে সবসময়ই আমাদের চেয়ে এগিয়ে। আমাদের বাচ্চারা যখন টম এন্ড জেরী দেখে তখন কলকাতায় তারা ঠাকুরমার ঝুলির কার্টুন বানিয়ে ফেলেছে স্বভাবতই সম্পূর্ণ বাংলায়। সেই কার্টুনে শকচুন্নী ভুত নামক একটি চরিত্র রয়েছে, যেটি দেখতে একদম আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর মতো।
(বিশ্বাস না করলে দেখে নিতে পারেন,)
http://www.youtube.com/watch?v=eg1JPbvV8BM
ঠাকুরমার ঝুলির শাকচুন্নীর চরিত্রটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর মতো করে তৈরী করে তাকে অভিনন্দন জানানো হয়েছে নাকি অপমান করা হয়েছে তা বুঝার মতো জ্ঞান বা সাধ্য কোনটাই আমার নেই। আমি এই লিখাটি লিখছিলাম আমাদের মহান স্বরাষ্ট্র মন্ত্রীর এক বছরের সাফল্য বর্ননা করার জন্য। আসুন আমরা তার সাফল্যগুলো দেখিঃ
১। গত এক বছরে আমাদের দেশে কোন সিরিজ বোমা বিস্ফোরন হয় নি (৫০০টি কেন ৫টি বোমাও ফাটেনি!!)
২। গত এক বছরে আমাদের দেশে কোন টুইনটাওয়ার বা সিটি সেন্টার ধ্বংশ হয় নি।
৩। গত এক বছরে বিরোধী দলীয় নেত্রীর উপর কোন হামলা হয় নি।
৪। গত এক বছরে (আহসান উল্লাহ মাস্টারের মত) বিরোধী দলীয় কোন এম,পি নিহত হন নি।
৫।
গত এক বছরে কিবরিয়ার মত কোন সাবেক অর্থ মন্ত্রী নিহত হন নি (সাইফুর রহমানের মৃত্যুকে দুর্ঘটনা বলাই ভালো)।
৬। গত এক বছরে আমাদের কোন বিমান ছিনতাই হয়নি।
আমি আমাদের মহান প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনাকে বলতে চাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী যখন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কঠিন দায়িত্বসমূহ সফলভাবে পালন করে যাচ্ছেন তখন কিছু কিছু সাংবাদিক ও দুর্জনেরা কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন করে বারবার তাকে বিরক্ত ও বিব্রত করছেন। অতএব মাননীয় দেশ নেত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে প্রয়োজনে বিচ্ছিন্ন ঘটনা দেখার জন্য একটি বিচ্ছিন্ন মন্ত্রনালয় গঠন করে সেখানে একজন বিচ্ছিন্ন মন্ত্রী নিয়োগ দেয়া যেতে পারে, তবুও আমাদের সফল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীকে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যেন বিরক্ত করা না হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।