প্রত্যেক মানুষই কম বেশি কল্পনাবিলাসি। এমন একদিন ছিলো সেদিন আমি একটু বেশিই কল্পনাবিলাসি ছিলাম। আজ শুধু কল্পনা নয় স্বপ্ন দেখতেও ভয় পাই। আমি আবার স্বপ্ন দেখতে চাই........ আমার ব্লগ ছেড়ে টিভির সামনে গিয়ে বসেন...... এই মাত্র খবরে দেখলাম বাইতুল মোকার্রম এর উত্তর গেটে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে........ লেখাটির মন্তব্যে তালপাতারসেপাই বলেছেন: ছদ্মবেশে আগামীকাল জামায়াত-শিবির যা করবে তা নিচে দিলাম-
"এতক্ষণ অনেক পেপার, পেইজ আর শিবিরের এক ছেলে কে ফোন দিয়া ব্যাপারটা ১০০% কনফার্ম হইলাম। কালকের মিছিলে কোথাও জামাত-শিবিরের নাম থাকবে না।
'হেফাজত ইসলাম বাংলাদেশ' নামের ব্যানারে মিছিল স্টার্ট হবে। কিন্তু মিছিলে নেতৃত্ব দিবে জামাত আর শিবিরের লিডাররা। মিছিল থেকে পুলিশকে উষ্কানি দেয়া হতে পারে, তাহলে পুলিশ মিছিলে এটাক করবে , জামাত-শিবির চোরাগোপ্তা ভাবে পালাবে কারণ তাদের এই ব্যাপারে ট্রেনিং দেয়া আছে, আর মার খাবে সাধারণ জনতা। তখন আম-জনতা পুলিশ তথা সরকারের উপরে ক্ষেপবে। এভাবে জামাত-শিবির এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করছে।
আর বাইচান্স,পুলিশ মিছিলে গুলি করলে দুই একজন সাধারণ মানুষ মারা পরলে তাদের আর পায় কে? এভাবে সাপও মরবে, লাঠিও ভাংগবে না।
একটা পেইজে পরলাম, আরণ্যক নামের একজন বলেছেন, ''একটু আগে একজন ইনবক্সে জানালো আগামি কালকে জুম্মার নামাযের পর জামাত-শিবির নাকি ভয়ংকর নাশকতা মূলক কিছু একটা করার চেষ্টা করতে পারে। সবাইকে একটু সাবধান এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এরকম নাশকতামুলক কিছুর আভাস পেলে সাথে সাথে নিকটস্থ থানায় জানান। এবং এই খবরটি দয়া করে ব্লগে-ব্লগে, ফেসবুকে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ করছি।
''
আর শিবিরের বিভিন্ন পেইজে কালকের আন্দোলন নিয়ে অনেক কথা শেয়ার করছে, যা চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন, আন্দোলনটা কারা করছে, কাদের প্লেন করা হচ্ছে।
তাই, ধর্মপ্রাণ ভাইয়েরা, দয়া করে জামাত-শিবিরের ফাঁদে পা দিবেন না। আপনার জীবন নিয়ে তারা তাদের গেম প্লান করছে, আপনার জীবনের কোন দাম তাদের কাছে নেই। সময় থাকতে সাবধান হোন।
যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।
জয় বাংলা।
কৃতজ্ঞতা -নিয়াজ মোর্শেদ
(শেয়ার করুন,ছড়িয়ে দিন)"
ছড়িয়ে দিলাম------------ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।