আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা ভদ্র কৌতুক

...

০১ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনেকক্ষন বৃষ্টি হওয়ায় রাস্তা ঘাটে প্রচুর পানি জমে আছে। এর ভিতর এক মাতাল চিৎকার করে কেদে কেদে বলছে, কে আছো ভাই? একটু ধাক্কা দাও। লিসা তার জামাই ববকে ডেকে তুলল। আমার মনে হয় তোমার যাওয়া উচিত।

-কিন্তু বাইরে অনেক বৃষ্টি। রাস্তায় অনেক কাদা। -তোমার গত বছরের কাহিনী মনে নাই? -আছে মনে আছে। কিন্তু এই ব্যাটার গলা শুনে ত মনে হচ্ছে পুরা মাতাল। -তোমার গলা শুনে সেদিন কি অন্যরা মাতাল ভাবে নি? গত বছর লিসার বাচ্চা হবে।

রাতের বেলা হাসপাতালে নিয়ে যাবে। সেদিনও এমন বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট ভেসে যাচ্ছিল। তাদের গাড়িটা আটকা পড়ে গিয়েছিল কাদায়। অনেকক্ষন ঠেলে ঢুলেও বব গাড়িটা গর্ত থেকে বের করতে পারছিল না।

এদিকে বউয়ের বাচ্চা প্রসবের সময় হয়ে যাচ্ছে। বার বার বব ধাক্কা মারছিল। কিন্তু গাড়িটা বের করে আনতে পারছিল না। একসময় হতাশায় সে চিৎকার করে কাদা শুরু করেছিল । ধাক্কা দাও।

কেউ একজন এসে ধাক্কা দাও। আশেপাশের বাসা থেকে দুইজন সহৃদয় মানুষ বের হয়ে এসেছিল। নিজের ভিজে, কাদায় মাখামাখি হয়ে গাড়িটা বের করে দিয়েছিল ধাক্কা মেরে। আর সেদিন রাতেই তাদের ফুটফুটে একটা মেয়ে হয়েছিল। আজকে, বছরখানেক পর, আরেক বৃষ্টির দিনে এক মাতাল চিৎকার করে বলছে, ধাক্কা দাও।

আমাকে ধাক্কা দাও। বব বের হয়ে আসল। রাস্তার পাশের লাইটগুলাও নিভে আছে কেন জানি। বেশ অন্ধকার। কিছুই দেখা যাচ্ছে না।

শুধু চিৎকার শোনা যাচ্ছে, ধাক্কা দাও। বব বলল, ভাই আপনি কই? -এদিকে আসেন। বব সামনে এগিয়ে যায়। -বাগানের ভিতর আসেন। বব বাগানে ঢুকে পড়ে।

ভাই, আপনাকে দেখছি না ত। -ভাই, টবগুলার পাশে আসেন। বব টবের পাশে এসে দাঁড়ায়। -ভাই ,আপনার মত মানুষ হয় না। আসেন, একটু ধাক্কা দেন ত।

অনেকক্ষন দোলনায় বসে আছি। এত ডাকছি। কেউ ধাক্কা দিতে আসে না। ০২ বিচারক আসামীকে ২০ বছরের সাজা দিয়েছেন। আসামী- হুজুর, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম।

বিচারক- বল। কি প্রশ্ন? -যদি আমি আপনাকে শুয়োরের বাচ্চা বলে গালি দেই , তা হলে কি হবে? -আদালত অবমাননার অভিযোগে, তোমার সাজা আমি আরো ২ বছর বাড়িয়ে দিব। -যদি আমি মনে মনে চিন্তা করি, মনে মনে গালি দেই? -তাহলে সমস্যা নাই। -তাইলে আমি মনে মনে ভাবছি, আপনি একটা মোটা মাদী শুয়োরের ভোটকা একটা বাচ্চা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।