আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রশ্নে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর প্রস্তাবনা



১৯৪৭ সালের জুলাই মাসে আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দীন আহমদ উর্দূকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সপক্ষে অভিমত ব্যক্ত করেন। তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে কেউ বিরোধিতা করেননি। শুধু ড. মুহম্মদ শহীদুল্লাহ দৈনিক আজাদ পত্রিকায় “পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা” শীর্ষক একটি প্রবন্ধে জিয়াউদ্দীন আহমদের বক্তব্যের সমালোচনা কর এর বিরোধিতা করেন। এ প্রবন্ধে ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেন: কংগ্রেসের নির্দিষ্ট হিন্দীর অনুকরণে উর্দূ পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষারুপে গণ্য হইলে তাহা শুধু পশ্চাদগমনই হইবে। ....... ইংরেজী ভাষার বিরুদ্ধে একমাত্র যুক্তি এই যে, ইহা পাকিস্তানের ডোমিনিয়নের কোনও প্রদেশের অধিবাসীরই মাতৃভাষা নয়।

উর্দূর বিপক্ষেও একই যুক্তি প্রযোজ্য। পাকিস্তান ডোমিনিয়নের বিভিন্ন অঞ্চলের অদিবাসীদের মাতৃভাষা বিভিন্ন, যেমন: পুষতু, বেলুচী, পাঞ্জাবী, সিন্ধী এবং বাংলা। কিন্তু উর্দূ পাকিস্তানের কোন অঞ্চলেই মাতৃভাষারুপে চালু নয়। .... যদি বিদেশী ভাষা বলিয়া ইংরেজী ভাষা পরিত্যক্ত হয়, তবে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষারুপে গ্রহণ না করার পক্ষে কোন যুক্তি নাই। যদি বাংলা ভাষার অতিরিক্ত কোন দ্বিতীয় রাষ্ট্রভাষা গ্রহণ করতে হয়, তবে উর্দূভাষার দাবী বিবেচনা করা কর্তব্য।

প্রবন্ধের শেষ ভাগে তিনি বলেন: বাংলা দেশের কোর্ট ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার পরিবর্তে উর্দূ বা হিন্দী ভাষা গ্রহণ করা হইলে, ইহা রাজনৈতিক পরাধীনতারই নামান্তর হইবে। ড. জিয়াউদ্দীন আহমদ পাকিস্তানের প্রদেশসমূহের বিদ্যালয়ের শিক্ষার বাহনরুপে প্রাদেশিক ভাষার পরিবর্তে উর্দূ ভাষার সপক্ষে যে অভিমত প্রকাশ করিয়াছেন, আমি একজন শিক্ষাবিদরুপে উহার তীব্র প্রতিবাদ জানাইতেছি। ইহা কেবলমাত্র বৈজ্ঞানিক শিক্ষা ও নীতি বিরোধিই নয়, প্রাদেশিক স্বায়ত্বশাসন ও অত্মনিয়ন্ত্রন অধিকারের নীতি বিগর্হিতও বটে। এই প্রবন্ধ প্রকাশের পর ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ১৩৫৪ সালের ১৭ পৌষ তকবীর পত্রিকায় “পূর্ব পাকিস্তানের শিক্ষার ভাষা সমস্যা” নামে আরেকটি প্রবন্ধ প্রকাশ করেন। এই লেখায় তিনি বাংলা, আরবী, উর্দূ এবং ইরেজী ভাষা সম্পর্কে পূর্ব পাকিস্তানীদের নীতি কি হওয়া উচিত সে বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।

বাংলা সম্পর্কে তিনি বলেন: বিস্তারিত জানতে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.