আমি এটা এই লিংক Click This Link থেকে পেয়েছি।
অনুগ্রহ করে সুচিন্তিত মতামত চাই। না জানলে মতামত দেয়ার প্রয়োজন নাই।
============================================
আল্লাহ যিনি খোদাও তিনি। কাজেই খোদা হাফেজ বললে কোনো অসুবিধা নাই।
খোদা হাফেজ ইরানি কালচার। ইরানি সুফি সাধকরা এই দেশে এসে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। আমরা তাদের কাছ থেকে এইটা শিখেছি। খোদা পারসি শব্দ। আর আল্লাহ আরবি।
কিন্তু আরব দেশে আল্লাহ হাফেজ/ খোদা হাফেজ কোনোটাই প্রচলন নাই। ইসলামে দেখা হলে বা বিদায় নেবার সময় বলতে হয় আসসালামু আলাইকুম। এর মানে আপনার উপর শান্তি আসুক। এই কথাটাও খুব সুন্দর। এখন কেউ যদি আরবি কালচার অনুসরন করে বলতে চায়, সে বলবে আসসালামু আলাইকুম আর কেউ যদি পারসি কালচার অনুসরন করতে চায় বলবে খোদা হাফেজ।
কিন্তু আল্লাহ হাফেজ হলো জগাখিচুরি। যেমন আমরা কি গুড সকাল বা শুভ মনিং বলি। বললে বলতে হবে গুড মর্নিং/ শুভ সকাল। দুইটা মিশালে জগাখিচুরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম খুব ভালো কথা ।
এর মধ্যে কোথাও আল্লাহ/ খোদার কথা নেই। আছে শুধু শান্তির কথা। আর খোদা হাফেজ মানে আল্লাহ হেফাজতকারি। উনি হেফাজতে রাখবেন। এটাও মুসলমানের জন্য ভালো কথা ।
কাজেই খোদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বলার দরকারটা পড়ে না। বললে ভুল হয়না, বাহুল্য হয়।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।