আমার ভিতর আরেক আমি
গলীর ও পাশে মোড়ে
শব্দের পাহাড় জমে,
বাতাসেরা লুকোচুরি খেলে
আমরা এখানে পরস্পর
গড়ে তুলি অন্যভুবন।
স্বপ্নেরা ঘোর বেঁধে আসে
প্রজাপতি ডানা মেলে উড়ে
তারারা নিভৃতে জেগে রয় একা,
পৃথিবীর কোথাও হঠাৎ অবাক নির্জনতা
ছুয়ে দিয়ে যায় জোসনার আলোর মত।
ধরতে গেলেই পালিয়ে বেড়ায়
মুঠোয় অন্ধকার জমে,
ও পাশের গলীর মুখে
কোন ছায়া দাড়িয়ে আছে অপেক্ষায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।