আমাদের কথা খুঁজে নিন

   

এতটুকুই অসামান্য হত আজ

কবিতার ছেলে।

এত শোভা চাইনি কখনো এত রুপ, এতো লাবণ্য তোমার দক্ষিণ জানালাটা দিয়ে যখন বাতাস এসেছিল ঘড়ে ঠিক তখন যদি স্পর্শ পেতাম তোমার এতটুকুই অসামান্য হত আজ। এক পোসরা বৃষ্টি শেষে যখন প্রজাপতি ঘুড়ে বেড়াচ্ছিল ফুলে ফুলে, নিস্পলক চোখে তখন আমি তাকিয়ে ছিলাম বাঁকা রংধনুটার পানে ঠিক তখন যদি পাশে এসে ডাকতে আমায় এতটুকুই অসামান্য হত আজ। বিষন্নতার কড়া যখন নড়েছিল হৃদয়প্রাসাদের দরজায় আমি গোমরামুখে বসেছিলাম নির্জন দিঘিটার পাড়ে। ঠিক তখনো যদি আমায় তুমি ভাবতে এতটুকুই অসামান্য হত আজ। তোমার সামান্যগুলোই বুঝি আজ অসামান্য পুনর্জন্মা এই আহতের কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।