বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই। আবু কাতাদাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে বলেন, "খবরদার! তোমরা আমার নামে বেশি বেশি হাদীস বলা থেকে বিরত থাকবে। যে আমার নামে কিছু বলবে, সে যেন সঠিক (কিনা নিশ্চিত হয়ে) কথা বলে। আর যে আমার নামে এমন কথা বলবে যা আমি বলিনি তাকে জাহান্নামে বসবাস করতে হবে। " [ইবনু মাজাহ, আস-সুনান ১/১৪;] কিন্তু বর্তমানে আলেম ওলামাসহ সাধারণ মুসলমানগনের অসতর্কতা, সহীহ হাদীসের চর্চা না করে যা শুনে তাই বর্ণনা করাসহ বিভিন্ন কারণে লক্ষ লক্ষ মিথ্যা কথা হাদীসের নামে সমাজে প্রশিদ্ধি লাভ করেছে। অথচ, মুসলিম, আস-সহীহ ১/১০ -এ আবু হুরাইরা (রাঃ) বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "একজন মানুষের পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্টে যে, সে যা শুনবে তাই বর্ণনা করবে।" তাই আমাদের প্রত্যেককেই হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত এবং প্রচলিত জাল ও যইফ হাদীসগুলো সম্পর্কে যানা উচিত। পাশাপাশি হাদীসে গ্রহণে যেন আমরা আরো সতর্ক হতে পারি সেই প্রচেষ্টাও চালাতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।