রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
একমুঠো কল্পনায় সে....
সূর্যের আলোটা তখনও ফোটেনি
আমি হাটছিলাম, একাকী;
নগ্ন পা আমার
সাথে একমুঠো কল্পনা,
বাতাসের জোড়াল ঝাপটা
আর সাগরের তা থৈ পানি।
হঠাৎ কি যেন কি ভেবে
ফিরলাম পিছে-
দেখি ভেজা বালি
আমারি পায়ের চিহ্ন
বুকে আগলে আছে,
একে একে সবগুলো।
ভাবছি, দেখছি, থমকে দাঁড়িয়ে
কোথায় যেন হারিয়ে গেছি।
তারপর বলা নেই কওয়া নেই
কোথাকার এক উথাল পাতাল ঢেউ,
লোভীর মত;
তার আছড়ে পড়া।
মুছে দিল সব চিহ্ন,
শিরশিরিয়ে গেল
পা থেকে মাথা অবধি।
মাত্র কয়েক মুহূর্ত। সেই...
কয়েক মুহূর্তের জন্যে সিক্তবালির তীর
রেখে গেল ভাললাগা
ঐ দূর সমূদ্রতটের পরের সীমা পর্যন্ত,
অঢেল শূন্যতা, আর দগদগে ভালবাসা।
তাই আজও ভুলিনি,
ভোলা যায় না।
মুছবেনা স্মৃতির পাতা থেকে
কখনও না;
আমার আমির মৃত্যুর আগেও না।
উৎসর্গ: কথাকলি কে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।