আমাদের কথা খুঁজে নিন

   

গাছতলায় পাঠশালা

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পুরস্কারপ্রাপ্ত ‘লাটডাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়’টিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা গত ৫ মে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা দেন।
তারপর থেকেই চারশ শিক্ষার্থীর এ স্কুলে পাঠদান চলছে খোলা আকাশের নীচে। তবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা চলতি বর্ষা মৌসুম নিয়েই।
স্কুলের প্রধান শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলভবনটি এলজিইডি’র তৈরি। চার কক্ষের ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দেয়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও এলজিইডি প্রকৌশলীরা এটি ঝুঁকিপুর্ণ ও ব্যবহারের অনুপোযোগী বলে মতামত দেন।
তারপর থেকেই দুই কক্ষ বিশিষ্ট অন্য একটি ভবন এবং স্কুল মাঠে চলছে শিক্ষা কার্যক্রম, বলেন প্রধান শিক্ষক।
উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম স্কুলভবনটি যে কোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব সেটি যেন করা যায়। তবে চলতি বর্ষা নিয়েই সকলের চিন্তা বলে জানান শিক্ষা কর্মকর্তা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।