আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে শস্য বীমা চালুর সুপারিশ: প্রশংসনীয় সুপারিশ

কৃষকের কথা বলিতে গেলে বুকে লাগে ব্যাথা

চাষাবাদে আরো উৎসাহিত করার জন্য শস্য বীমা চালু করার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, শস্য বীমা চালুর সুপারিশ কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে। বীমা সংক্রান্ত কাজ অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিধায় এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ভারতের পশ্চিমবঙ্গে সদ্য চালু করা শস্য বীমা সম্পর্কে ধারণা নিতে সংসদীয় কমিটি ভারত সফরে যাওয়ার পরিকল্পনা করেছে।

তিনি আরো বলেন, কৃষি জমি ব্যাপকভাবে হ্রাস পাওয়ার ফলে কৃষি জমির জন্য নতুন নীতিমালা প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে। কৃষি জমিতে বসবাসের জন্য নতুন আবাসন তৈরি করার ক্ষেত্রে এ নীতিমালা প্রণয়ন করা হবে। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় যৌথভাবে বসে শিগগিরই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হলে যত্রতত্র বসত বাড়ি নির্মাণ করা যাবে না। সভায় বিএডিসির বস্তা এবং মোটর ইঞ্জিন ক্রয় সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

সরকারি প্রতিষ্ঠান বিজেএমসি থেকে বিএডিসির বস্তা এবং বাংলাদেশ ডিজেল প্লান্ট থেকে মোটর ও ইঞ্জিন ক্রয়ের সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় জানানো হয়, কৃষি পণ্যের আমদানির ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথ সিদ্ধান্ত গ্রহণ করবে। বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী মতিয়া চৌধুরী, খন্দকার আবদুল বাতেন, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, কে এম খালিদ, নুরজাহান বেগম এবং আহমেদ নাজমীন সুলতানা উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.