আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী শিক্ষার্থীদের যুক্তরাজ্যের ভিসা বন্ধ



উচ্চ শিক্ষার জন্য বাংলাদশী শিক্ষার্থীদের যুক্তরাজ্যের ভিসা প্রদান আপাতত বন্ধ রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশী শিক্ষার্থীদের `স্টুডেন্ট ভিসা'র আবেদনপত্র গ্রহণ সাময়িকভাবে বন্ধ করেছে বলে রোববার বিবিসির সংবাদে জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টুডেন্ট ভিসা প্রত্যাশীর সংখ্যা অসংখ্য হয়ে যাওয়ায় যুক্তরাজ্য বর্ডার এজেন্সি এ সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে, আবেদনকারীদের মধ্যে অনেকেই ভুয়া। তবে বর্ডার এজেন্সির কর্মকর্তারা আভাস দিয়েছেন, ফেব্র"য়ারির শেষ ভাগে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

শুধু বাংলাদেশই নয়, উত্তর ভারত এবং নেপালের বিষয়েও একই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। বিবিসি জানায়, গত বছরের শেষ তিন মাসে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যেতে আগ্রহী শুধু উত্তর ভারতের শিক্ষার্থীর সংখ্যাই ছিলো ১৩ হাজার ৫০০। মূলত স্টুডেন্ট ভিসার মাধ্যমে অবৈধ অভিবাসী ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার স্যার রিচার্ড স্ট্যাগ বলেন, সুযোগের অপব্যবহার ঘটতে দেওয়া উচিত নয়। বর্ডার এজেন্সির কর্মকর্তা জেরেমি ওপেনহেইম বিবিসিকে বলেন, আমরা প্রত্যেক শিক্ষার্থীর আবেদনপত্র খুঁটিয়ে দেখবো।

যারা অবৈধ সুযোগ নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে লন্ডনের ভিসা সংক্রান্ত এক পরামর্শক হরজাপ সিং ভাঙ্গাল বলেন, "এটা এক ধরনের আতঙ্ক ছড়াবে। হয়তো এক মাসর পরই এ সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে। আবার কয়েক মাস ধরেও চলতে পারে। " তিনি বলেন, ভুয়া শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.