আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় মায়েরা



স্নেহময়ী মায়েরা বড়ই অসহায়। যাদের সন্তান জন্মগতভাবে প্রতিবন্ধী। যাদের সন্তান বিপথগামী হয়, নেশাগ্রস্ত হয়। যাদের সন্তান সন্ত্রাসী হয়, খুনী হয়। যাদের সন্তান মাকে ভুল বোঝে।

যাদের স্বামী বাবার সঠিক দায়িত্ব পালন করে না। সন্তান অকস্মাৎ দুর্ঘটনায় পংগু হয়ে যায়। বিশেষ করে সেই মায়েরা যাদের সন্তান সীমাবদ্ধতার, অসুস্হতার কারনে নিজে বুঝে চলাচলে অপারগ। সরলতা, সত্যকে বোঝার কারনে বাস্তব জগতের অনিয়ম, ধোঁকা বুঝতে পারে না। এই সন্তানদের ভাবনায় মা তো মরতেও পারে না।

মরার আগে দুর্ভাবনায় মায়েরা কতবার যে মরে। মা মরে যেত যদি নিশ্চিত জানতো যে, তার মৃত্যুতে ঐসব সন্তানের উপকার হবে, তারা ভাল হবে তাদের জীবন সুখের ও নিশ্চিত হবে। সন্তানদের মংগলের জন্য বিশেষ করে যারা বিদেশে আছে তাদের কল্যান কামনায় দোয়া-খতম পড়ায়, ফকির-মিশকীন খাওয়াতে থাকে। মানত, দান-সদকাহ করতে থাকে। যতদিন পারে মা সন্তানদের আগলে রাখে, দেখাশোনা করে আর নীরবে চোখের পানি ফেলে ভাবতে থাকে- সন্তানরা কবে, কিভাবে ভাল হবে, স্বাভাবিক হবে? আদৌ হবে কি? তার অবর্তমানে প্রতিবন্ধী, মানসিক অসুস্হ সন্তানের ভাগ্যে কি আছে! চোখে তার পানি, মনে তার জিকির- ফি আমানিল্লাহ!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.