Only I know what is my goal, My heart is my temple.
( ছন্দ- তা থৈ থৈ তা থৈ থৈ )
ভর দুপুরে ঘুমের ঘোরে
নওল আলোর ঝড়ের তোড়ে
অমল কমল হাসির জোরে
বাঁধ ভেঙ্গেছে কে?
হচ্ছে এ কি মেঘের দেশে
ছুটছে কোথায় পরীর বেশে
আসবে কি সে অবশেষে
মনমুকুরে যে।
(ছন্দ-তা তা থৈ থৈ তা)
তা তা থৈ থৈ তা
দীপশিখা জড়োয়া মেঘবালিকা
স্বপ্নের তিলকা কনীনিকা
উচ্ছল মঞ্জুল নিহারীকা
মোর জিগীষা সে।
মনমুকুরে যে।।
কৃতজ্ঞতা: পালক ১২৩ ।
পালক ১২৩ থেকে ''ভর দুপুরে ঘুমের ঘোরে'' শব্দটি ধার নেয়া। এটি একটি পরীক্ষামূলক ছন্দে ছড়া ও কবিতা লেখার চেষ্টা। পাঠকদের ভালো লাগলে চালিয়ে যাওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।