আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন বোরিং কথা



কতদিন হয়ে গেল তোমাকে শেষ দেখলাম তারপর। সেই বাসায় এসছিলে ডিসেম্বর এ। প্রায় ২মাস হয়ে গেছে। সবার কাছে মনে হবে,মাত্র ২মাস,আমারও এখন শুনলে তাই মনে হচ্ছে। কিন্তু ২মাস যে কত্ত লম্বা হতে পারে তা শুধু আমিই জানি।

তোমার সাথে নিশ্চয়ই ঢাকায় যাবার আগে দেখা হবে,কিন্তু কবে!!!!! জানো,আমার খুব ইচ্ছা করে তোমার সাথে ঘুরে বেড়াতে। আমার ফ্রেন্ডরা যখন তাদের Boyfriend এর সাথে ঘুরে বেড়ায়,কথা বলে,আমার ও ইচ্ছা করে। কিণ্তু তখনই মনে পড়ে যে তুমি তো আমার boydriend না। তোমাকে call দিতেও অস্বস্তি লাগে যে তুমি কি ভাব,বিরক্ত হও কিনা,হাজারো চিন্তা আসে মাথায়। আমি খুব বোরিং,তাইনা?খুব বিরক্ত করি তোমাকে।

তুমি কিছু বলোনা কেন? আচ্ছা,আমি সবার সাথে ভালই গল্প করি,এমনকি flirt ও করি,কিণ্তু তোমার সাথে ঠিক মত কথাও বলতে পারিনা। কেন এরকম হয়? সবাই আমারে বাচাল বলে,আমি নাকি কথা বলা শুরু করলে আর থামিনা,কিণ্তু তোমার সাথে কথা বলার সময় দুনিয়া হাতড়িয়েও কথা খুঁজে পাইনা। কি যে সমস্যা তা শুধু আমিই জানি....আর কেও বুঝবে না। তুমি যদি এই লেখা কোনদিন পড়,তাহলে খুব হাসবা,তাইনা?এত্ত বোকা বোকা কথা,তাও আবার আমি বললাম। ঐ,কবে দেখা হবে আবার? তোমার ছবি দেখতে দেখতে তো বোর হয়ে গেলাম।

আর মাত্র ১-২ মাস ই তো আছি তোমার লাইফ এ। তারপর তো ফেসবুক,ম্যাসেন্জর থেকে ডিলিট,লাইফ থেকেই ডিলিট....জানি একদিন এমন হবেই। আমার কেন যেন মনে হয়,খুব শ্রীঘ্রই আমাদের ভেতর বড় একটা ঝগড়া বাধবে,কিছুনা কিছু একটা নিয়ে। দেখা যাক,কি হয়... খুব খুব খুব মিস করছি তোমাকে,কি করব বলতো? ধুর্‌ আমি আরেকটু কেন কম বোরিং হলাম না। একটু খানি রোমান্টিক হলে কি এমন দোষ হত! আমি আসলেই একটা রোবট!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।