আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর শার্টে কেনো বোতাম থাকে না?



১ ডুব দিয়ে জল তোলা যায় - অবিরত ডুব দেই। কুহক মানুষ সেজে বাতাস উড়াই- বাতাস ঘন ও সমুদ্রের নীল ফুল ২ ছায়া সেতু পাড় হয়ে দেখা হয় শুভ্র মানব; আগন্তুক তাঁর পিছু পিছু হেঁটে চলে- অপরিচিত বন্ধনে বন্ধু দু'জন; সন্ধ্যাটা ধোঁয়া ধোঁয়া- অপলক আগন্তুকের চোখে ভাসে - মানবের চকচকে কৃষ্ণদাঁড়ি। ৩ সানকি ভরা শাদা ফুল শাদা শাদা ফুল উনুনে অনলহীন উত্তাপে ধোঁয়া ওঠে 'কুয়াশা আর ধোঁয়া এক নয়।' ৪ ধনে পাতার নরোম সবুজে মিশে যায় দারুচিনি ফুল ঘ্রাণ ছড়িয়ে দূরে সরে পলাতক মন; বন্ধুর শার্টে কেনো বোতাম থাকে না? ৫ ‌'পৃথিবীর সব কিছু রেখায়-' আমি রেখা দিয়ে এঁকে চলি সময়ের বুক; 'বিন্দু যোগ করে নরোম স্বরে রেখা তুলো-' আমি অসংখ্য বিন্দু আঁকি- বিন্দু রেখা হয়, রেখা থেকে বিন্দু ঝরে- ঝরে ঝরে লীন হয় বুকের অসুখ। ৬ দ্যুতি ছড়াতে ছড়াতে ঈশ্বর হাসে- ঈশ্বর ইঁদুরের মতো খুঁড়ে চলে ধ্রুপদী গর্ত; গর্তের ভেতর জমা হয় ঘাম; ঘামে ভেজা দেয়ালে ফুটে ওঠে লাল শিরোনাম। ৭ সারি বেঁধে পড়ে থেকো- একে একে নত হও সকল দুপুর তোমাদের নগরে ওড়ে ইস্পাত কাক; কাকের চোখে ভেসে বেড়ায় লীনহাওয়ারাত। --------------------- ছবির জন্য ঋণ: গুগুল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।