টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।
সেদিন বন্ধুর মন ভালো ছিলো না
ও বলেছিলো,আজ বুঝি দিনেরও মন ভালো নেই !
আকাশে কোনো ঘন কালো মেঘ ছিলো না
সাদা-শাদা দুষ্টু মেঘ ভেসে বেড়াচ্ছিলো,
লাজুক মুখের রাঙ্গা হাসি নিয়ে চেয়েছিলো রবি। ।
তবুও বন্ধুর মন ভালো ছিলো না। ।
ক্লান্তিহীন,একঘেয়েমি ভালো না লাগা বন্ধুর মন জুড়ে
অসম্ভব আবেগী-ওর মুখে দুঃখছায়া। ।
ও জানে না কেন ওর মন খারাপ !
আর এই না জানা থেকে ওর মন খারাপ।
চারিদিকে বসন্ত-মুখ,হাসি-মুখ মানুষের ভীড়
উৎসবের রংয়ে রঙ্গীন প্রতিটি ক্ষণ,রঙ্গীন নীড়
তবুও বন্ধুর মন ভালো নেই,অকৃত্রিম
ভালো না লাগায়। ।
ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলো ওর মুখে ঝুলে আছে-
ঝুলে ঝুলে নির্লজ্জের মতো হাসি দিচ্ছে !!
আমি বন্ধুর সাথে ব্যস্ত,কোষগুলো তাড়িয়ে দিতে
স্নিগ্ধ-হাসিমাখা মুখ আনবো প্রতি প্রভাতে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।