বন্ধু থাকে ঢাকায় , মিরপুরে নেভী কলোনীতে , একটা মানুষের সাথে কেমনে বন্ধুত্ব হয় ? তবে তার সাথে আমার বন্ধুত্ব টা সাদামাটা একটা ব্যাপার , বেশ ছোটবেলা থেকে একসাথে বেড়াতাম , মাঝে মাঝে সুযোগ পেলে পিটাপিটি করতাম , সে সময় কলোনেিত নতুন এসেছি , তাদের ফ্যামিলি আমাদের প্রথম থেকেই আপন করে নিল , সে সময় কলোনীর পরিবেশও অন্যরকম ছিল .... একজনের সাথে আরেক জনের বেশ ভাল মিলমিশ ছিল , সময় পেলে একজন আরেকজনেরি বাসায় গিয়ে আড্ডা মারত একন সবার বোধহয় সময়ের বড় অভাব এখন একজনের বাসায় আরেকজন দেখা যায় মাসে বড় জোর 2 বার যায় বা তাও না যায় !!! সে সময় তার মা আমার মা প্রয় আড্ডা মারত সে সুযোগে আমরাও বালিস নিয়ে পিটা পিটি শুরু করতাম আর তা না পেলে শোফার উপর উঠে লাফালাফি .... এভাবে চলতে থাকে .. রাতে কারেন্ট চলে গেলে কে কার আগে নিচে নামতে পারে , এটা ছিল আমাদের দৈনন্দিন রুটিন , সে সময় তো এই সব বন্ধুত্ব বুঝতাম না বা এই ফিলিঙ্কক্স ছিল না , এরপর আমরা আরেক কলোনীতে এলাম এখানে আসার পর তার সাথে কথাবার্তা কমে যেতে থাকে কিন্তু আমারদের বন্ধুত্ব কমেনি এতটুকু ..... এরপর তারা তাদের বাসা ছেড়ে আরেক জায়গায় চলে যায় , সেখানে বেশি দিন যাই নি তবে যে কদিন গেছি দারুন ফিলিঙ্কক্স ছিল ..... এই সময় একবার তাদের বাসায় আমদুধ খেয়েছিলাম ..... মনে হয় এখনও তার স্বাধ মুখে লেগে আছে । এরপর তারা আমাদের কলোনীতে আবার এলো , কি শান্তি ..... , এই সময় সে বি এন স্কুলে ভর্তির সুযোগ পায় , আরে আনন্দ .. আমার দু জনে একত্রে স্কুলে যাব । কি শান্তি কি শান্তি যদিও বা সে আমার চেয়ে দু ক্লাস নিচে ছিল কিন্তু বন্ধুত্ব দেখলে কেউ বলতে পারবেনা আমরা দুজন দু ক্লাসে পড়ি । এভাবে চলতে থাকে এক সময় তাদের ঢাকায় বদলি আসে , ঠিক সেই সময় মনের অবস্থা যে কি রকম ছিল তা এই মূহূর্তে ভাষায় বোঝানো র ক্ষমতা নেই । সে ঢাকায় যাবার শেষ দিন আমার সাথে ঘুমিয়েছিল , অনেক রাত পর্যন্ত আমরা গল্প করি .... বিদায় দেবার সময় থাকে মরাত্বক । যা হোক সে ঢাকায় চলে গেল ..। বাকি টুকু আরেক সময় শেয়ার করব >>>>>> আর বন্ধুত্ব নিয়ে আপনাদের ব্লগ আশা করছি >>>> কি করবেন না শেয়ার আমাদের সাথে ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।