আমি এবং আমরা
ঘুম থেকে উঠলাম আজকে ৩টার সময়। উঠেই মনে পড়ল, হায় হায়, হাসানের সাথে একটা জরুরী মিটিং ছিল বেলা একটায় । হাসানের সাথে আবার সেটা রিশিডিউল করলাম বেলা ৫টায়। ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি আর হাসান প্রতি শনিবার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে ওয়ার্কশপ করব, সেটা নিয়েই আন নাজিয়াত রাসেলের সাথে আমার আর হাসানের একটা মিটিং ছিল।
মিটিং শেষ করে আমি আর হাসান আড্ডা দিলাম 'বিটার সুইট' ক্যাফে তে বসে। আহ, হাসানের ম্যাকবুক প্রো দেখে খুব লোভ হচ্ছিল
রাতে দুজন মিলে মিনি গলফ খেললাম উত্তরার মিনি গলফ অ্যান্ড গ্রিন ক্যাফেতে। যাওয়ার সময় হাসান আমার গাড়ির সিডি প্লেয়ার থেকে ইউ.কে টপ ৪০ এর সিডি আর 'আপ ইন দ্য এয়ার' এবং 'দ্য রোড' এর ডিভিডি জোর করে নিয়ে গেছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।