আমাদের কথা খুঁজে নিন

   

লাশের গাড়িতে জুতা, গোবর মারতে এবং লাশ দাফন করতে বাধা দিতে দেখে অনেক দিন আগের কিছু কথা মনে পড়ে গেল।



'৯৬ এর পর আমাদের এলাকায় আওয়ামিলীগের নেতা কর্মিরা শেখ রাসেল ক্লাব তৈরী করে সেখানে গ্রাম্য মিনি আদালত বানিয়েছিলো। সেখানে বিচারের নামে প্রহসন হতো, চাদা তোলা হতো, মানুষের ধান কেটে আনা হতো অর্থাৎ মিনি ডিজিটাল কায়দায় মানুষকে হয়রানি করা হত। এবং এই দলের সদস্যদেরকে মানুষ ত্রাস হিসেবে ভয় পেতে শুরু করে। এক সময় এরা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এলাকায় কোথায়ও কারো সাথে কথা কাটাকাটি হলে ফাকে জেনে নিত এরা আওয়ামিলীগ নাকি মানুষ অর্থাৎ যারা সাধারন তারা মানুষ আর যারা অসাধারন তারাই আওয়ামিলীগ। '০৯ এর পর ছাত্রলীগের টেন্ডার বাজি, হল দখল, মারা মারি দেখে অনেককে বলতে শুনেছি এরা ছাত্র নাকি ছাত্রলীগ অর্থাৎ যারা সাধারন তারা ছাত্র আর যারা অসাধারন তারাই ছাত্রলীগ। আজ আবার দেখলাম লাশ বহন কারী গাড়িতে কিছু লোককে জুতা এবং গোবর ছুরতে, লাশ দাফন করতে বাধা দিতে এরা অসাধারন এরা সাধারনের থেকে আলাদা। এদের একটা নাম দেয়া উচিৎ কারন এরাই জাতির ভবিষ্যৎ। '৯৬ এর পরবর্তি অসাধারনদের কারনে আমরা ২০০০ এ পরিবর্তন দেখেছি। '০৯ এর পরবর্তী এই অসাধারনদের কারনে না আবার আমাদের ,১৪ তে পরিবর্তন দেখতে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.