ক্লোজআপ ওয়ানের ভালোবাসা দিবসের প্রোগ্রামে ঋতু রাজের গাওয়া ছোট ছোট আশা গানটি মনে পড়ে? এটি কুমার বিশ্বজিতের একটি অনেক জনপ্রিয় গান। ঋতু এতো ভাল গাইবে ভাবিনি। এর আগের বেশিরভাগ পর্বেই ঋতু নজরুল সঙ্গীত এবং ক্লাসিকাল করেছিল। ওর গায়কী অসাধারণ, এবং নজরুল সঙ্গীতের জন্যে আদর্শ বলা চলে কিন্তু আধুনিকেও যে সবাইকে ছাড়িয়ে যাবে সেটা বোধয় বিচারকরাও ভাবেননি। পার্থ তো ওর হয়ে সবার কাছে ভোট চেয়েই বসলেন!!! মনে পড়ে ট্র্যাক রাউন্ড ৩ এ ঋতুর গাওয়া ও রে নীল দরিয়া গানটি। ওর ভরাট গলা আর আবেগ কানে লেগে আছে। প্রতিষ্ঠিত অনেক শিল্পীর চেয়ে ও ভাল গায় এখনই। ইন্সট্রুমেন্টাল রাউন্ড ও কাঁপিয়েছে চম্পা কুঞ্জে আজও গুঞ্জে ভ্রমরা গানটি দিয়ে। ঋতুর আত্মবিশ্বাসী ভঙ্গি আর অসাধারণ স্কিল ওকে একজন যোগ্য শিল্পী করে তুলেছে। এই আয়োজনে তাই ঋতুই আমার পছন্দের প্রতিযোগী, আপনার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।